আইন ও অধিকাররুপগঞ্জ

রূপগঞ্জে অধিগ্রহনকৃত জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেয়ারিয়া মৌজার ৩৪ বিঘা  অধিগ্রহনকৃত জমির ন্যায্য মূল্যের দাবিতে মঙ্গলবার (২৭ মার্চ) দুপুরে মানববন্ধন করা হয়েছে।

 

উপজেলা পরিষদের সামনে মুড়াপাড়া-মাহমুদাবাদ সড়কে জমির মালিক নারী-পুরুষরা এ মানববন্ধন করে। মানববন্ধন পূর্বক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জমির মালিক জালাল উদ্দিন।

সভায় বক্তব্য রাখেন- জমির মালিক সুরুজ উদ্দিন, মহিউদ্দিন, বকুল মিয়া, মিতালি আক্তার, হেলাল উদ্দিন, মনিরুজ্জামান বাদশা, নুরুল হক, হাবিবুর রহমান মনির, মহিউদ্দিন, জজ মিয়া, আমান উল্লাহ, আনোয়ার হোসেন আলী, হোসেন আলী, এটিএম মাহমুদ, আব্দুর রউফ, আব্দুল কাইয়ূম, ইসমে আজমমিয়া, লাইলী, মনোয়ারা,  শাহিদা, আসমা আক্তার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, অধিগ্রহনকৃত জমির মৌজার মূল্য তালিকার নয় বর্তমান বাজার মূল্যের তিনগুণ দাম দিতে হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জমির দামের তিনগুণ দেয়া না হলে জান দিবো-জমি দিবো না। রক্ত দিয়ে হলেও বাপ-দাদার জমি রক্ষা করবো।

পূর্বাচল উপশহর সংলগ্ন কেয়ারিয়া মৌজার আমাদের জমি অধিগ্রহণ করা চলবেনা। কেয়ারিয়া মৌজার প্রতি শতাংশ জমির দাম ১৫/২০ লাখ টাকা। অথচ ভূমি হুকুম দখল করে নাম মাত্র জমির দাম দেয়ার পরিকল্পনা করা হচ্ছে।

উল্লেখ্য বাংলাদেশ পুলিশের এন্টিটেররিজম ইউনিটের ঢাকা পুলিশ লাইন্স ফোর্সের ব্যারাকসহ স্থাপনা নির্মাণের জন্য কেয়ারিয়া মৌজার ৩৪ বিঘা জমি অধিগ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close