আইন ও অধিকারনারায়ণগঞ্জফতুল্লা

ফতুল্লায় ১১ ইটভাটায় অর্ধকোটি টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

ফতুল্লার ১১টি ইটভাটায় অর্ধকোটি টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদ এর নেতৃত্বে বুধবার ২৩ মার্চ আলীরটেক ও বক্তাবলীতে বেলা ১১ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত এ অভিযান চলে।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লংঘনের দায়ে ইটভাটাগুলি হতে তাৎক্ষণিকভাবে ৫০ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

অর্থদণ্ড প্রাপ্ত ইটভাটা গুলো হলো বক্তাবলী ফেরীঘাটের মেসার্স ন্যাশনাল ব্রিকস, আলীরটেকের মেসার্স আব্দুল কাদের জিগজ্যাগ ব্রিক, মেসার্স নিউ মা ব্রিক ফিল্ড, মেসার্স আব্দুল মজিদ ব্রিকস, তিন কন্যা জিগজ্যাগ ব্রিক, মেসার্স পপুলার ব্রিকস ম্যানুফেকচার, সার্স জে বি এম ব্রিক, মেসার্স আর এস ব্রিক ম্যানুফেকচারিং, মেসার্স এস এস আর ব্রিক ম্যানু, মেসার্স পুরান গোগনগর জিগজ্যাগ ব্রিক, মেসার্স ভাই ভাই ব্রিকস ম্যানু।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নারায়ণগঞ্জ সমন্বয়ে গঠিত একটি টীম কাজ করেছে।  অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন। মোবাইল কোর্টে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, পরিবেশ সুরক্ষায় নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close