নারায়ণগঞ্জবন্দরলেখা-পড়া

বন্দরে মাদক ও বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন সহস্রাধিক শিক্ষার্থীর

‘স্যার, ইভটিজিং থেকে কিভাবে মুক্তি পাবো? বাল্য বিবাহ দেখলে কি করবো, কাকে জানাবো অথবা বাল্য বিবাহ প্রতিরোধের উপায় কি? স্কুলে আসা যাওয়ার পথে মাদক সেবন করতে দেখি, তখন আমাদের কি করনীয়? স্মার্ট ফোনের আসক্তি থেকে কিভাবে মুক্তি পাবো?’ এমন অসংখ্য প্রশ্ন ছিল অতিথির কাছে শিক্ষার্থীদের। তবে এক এক করে সকল প্রশ্নের উত্তর দিয়েছেন অতিথিবৃন্দ। শিক্ষার্থীদের প্রশ্ন এবং অতিথিদের উত্তর দেয়ার মধ্য দিয়ে প্রাণবন্ত এক অনুষ্ঠান হয়ে গেল নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ হাজী নাজিম উদ্দিন ফকির চাঁন স্কুলের অডিটরিয়ামে। অনুষ্ঠানে নাজিমউদ্দিন ফকির চান উচ্চ বিদ্যালয়, লক্ষনখোলা আলহাজ ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়, নবীগঞ্জ ইসলামীয়া আলিম মাদরাসা ও নবীগঞ্জ গালর্স উচ্চ বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন।

মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১১টায় মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ এবং নৈতিক-মানবিক মূলবোধ জাগ্রত করার লক্ষ্যে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ নারায়ণগঞ্জ শাখা। দুপুর দেড়টায় অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের পরিচালনায় ও সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম.কুদরত-এ-খুদা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুর রহমান, বিদ্যালয়টির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হাজী শফি উদ্দিন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক রবিউল আউয়াল, সংগঠনের নারায়গঞ্জ জেলা শাখার সভাপতি আশিক রহমান, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা প্রমুখ।

পরে শিক্ষার্থীরা উন্নত চরিত্র গঠনে মাদক, বাল্যবিবাহ ও ধর্ষণকে না বলে দেশপ্রেমী হওয়ার শপথ নেন। নিয়মিত পড়াশোনা করে নিজকে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের শপথ পাঠ করান বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি. এম. কুদরত-এ-খুদা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close