সিলেট বিভাগ

কমলগঞ্জে দুইটি ইসিডি সেন্টার উদ্বোধন

আর কে সোমেন, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: আলোয় আলো প্রকল্পের আওতায় চাইল্ডফান্ড কোরিয়ার অর্থায়নে ও এডুকো বাংলাদেশ এর সহযোগিতায় এবং প্রচেষ্টা এর আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিঙ্গা চা-বাগান এলাকার চাঘরলাইন ও বড়লাইনে দুইটি ইসিডি সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। ২০ মার্চ রবিবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এর উদ্বোধন করেন রহিমপুর ইউনিয়নের স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইফতেখার আহমেদ বদরুল। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিক এর সভাপতিত্বে ব্যবসায়ী রাধা শ্যাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগান এর সহকারী ব্যবস্থাপক রেজাউল হায়াত খান ইমন, ইউপি সদস্য বাবু ধনা বাউরী,সপ্রজেক্ট কো অর্ডিনেটর আব্দুল ওহাব, প্রজেক্ট অফিসার বিজয় কুমার কৈরী, নুরোত্তম বর্ধন, মাসুদ রানা, প্রবাস কুমার বিশ্বাস, শান্তারা ভানু চৌধুরী প্রমুখ। এছাড়াও মিরতিংগা চা-বাগানের কিশোর-কিশোরী ক্লাব এর সদস্যবৃন্দ এবং বাগানের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close