নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ৪দিন ব্যাপি আবাসন মেলা সম্পন্ন হয়েছে

নারায়ণগঞ্জের চাষাড়ায় শহীদ জিয়া হল প্রাঙ্গনে ৪দিন ব্যাপি আবাসন মেলা সম্পন্ন হয়েছে।

শনিবার (১২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন প্রপাটি ইভেন্ট প্লাস এর মোহাব্বত খান। এসময় তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপার, নারায়ণগঞ্জচেম্বার এন্ড কমার্স, নারায়ণগঞ্জ রিয়েল এষ্টেট এন্ড ডেভেলাপার্স এসোসিয়েশনকে ধন্যবাদ জানান। এছাড়া মেলায় অংশগ্রহনকারী প্রতিষ্ঠান, কো-স্পোন্সর প্রতিষ্ঠান সমুহ, গোল্ডেন স্পোন্সর প্রতিষ্ঠানকেও ধন্যবাদ জানান তিনি।

তিনি বলেন, নারায়ণগঞ্জে মেস্কিমাম প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহন করেছে। নারায়ণগঞ্জে তাদের এপার্টমেন্ট রয়েছে। পাশাপাশি ঢাকা ও কুয়াকাটার একটি রিসোর্ট কোম্পানী এসেছে ম্যানগ্রুপ। সকলেই আশানুরূপ সাড়া পেয়েছে এবং যে সমস্থ ক্লাইন্ড পেয়েছে ভবিষ্যতে তাদেরকে দিয়ে আরও ভালো কিছু পাবে বলে আমরা বিশ্বাস করি।

তিনি আরও বলেন, চলমান করোনা পরিস্থিতিতে আবাসন খাতে যে খারাপ অবস্থা যাচ্ছে তাতে এই আবাস মেলা নারায়ণগঞ্জবাসী ও ব্যবসায়িদের মধ্যে একটা চমৎকার সেতু বন্ধন তৈরী করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা প্রপাটি ইভেন্ট প্লfস এর মাধ্যমে ৪৭তম আবাস মেলা সম্পন্ন করলাম। নারায়ণগঞ্জে আমরা ৫ম তম মেলা শেষ করলাম।

এসময় নারায়ণগঞ্জ রিয়েল এষ্টেট এন্ড ডেভেলাপার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, এই মেলাটি নারায়ণগঞ্জবাসীর জন্য অত্যন্ত প্রাণচাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি করেছে বলে মনে করি। অনেকদিন যাবৎ আবাস ব্য়বসায় একটা ধস ছিল এবং নারায়ণগঞ্জবাসীর সাথে আমাদের ডেভেলপারদের একটা গ্যাপ ছিল। আশা করি এই মেলার মাধ্যমে আমাদের মধ্যে একটা সেতুবন্ধন তৈরী হয়েছে এবং আমাদের মধ্যে একটা ভালো সু-সম্পর্ক তৈরী হয়েছে। সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ রিয়েল এষ্টেট এন্ড ডেভেলাপার্স এসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য মকসুদুর রহমান জাবেদ। এ সময় এসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত: ‘মেলায় আসুন বুঝে নিন আপনার পছন্দের ফ্ল্যাট ও প্লট’ এই শ্লোগানকে সামনে রেখে ৯ মার্চ থেকে মেলা শুরু হয়। তবে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ১০ মার্চ।

 

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড, ক্রিয়েটিভ আরকিটেক্ট লিমিটেড, এরিসটোক্রেট হাউজিং লিমিটেড, রিলায়েন্স হাউজিং লিমিটেড, সপ্ননীড় হাউজিং লিমিটেড, রিলাক্স রিয়েল এস্টেট লিমিটেড, স্ট্রাকচার প্রপার্টিজ এন্ড বিল্ডার্স লিমিটেড, লাইফ ভিউ ডেভেলপার্স লিমিটেড, রাজধানী হোল্ডিং লিমিটেড, আই পিডিসি ফিন্যান্স লিমিটেড, হলি ডিউলিং লিমিটেড, মায়াজ হোমস লিমিটেড, আব্রাহাম রিয়েল এস্টেট হাউজিং লিমিটেড, স্টার ভিউ ডেভেলপার্স লিমিটেড, ইউনাইটেড বিল্ডার্স, কাইফ ডেভেলপমেন্ট লিমিটেড, সাইন হোল্ডিংস লিমিটেড, আন নাজাহ প্রোপার্টিজ লিমিটেড, একান্তনীড় হাউজিং প্রাইভেট লিমিটেড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close