আইন ও অধিকারনারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষকবন্ধন

শুক্রবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের উদ্যোগে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষকবন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ এর এই শিক্ষকবন্ধন কর্মসুচীতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী অংশ গ্রহন করেন।

বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ অনুযায়ী সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় একই রকম শিক্ষকবন্ধন কর্মসূচী পালন করা হয়। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে শিক্ষকবন্ধন কর্মসূচীতে সভাপত্বিত করেন সুলতানা বেগম রত্ম, সাভাপতি নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ।

বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ পাঁচ দফা দাবি নিম্মরুপ: ১ । আসন্ন ঈদেই শতভাগ উৎসব ভাতা এবং বাড়ী ভাড়া প্রদান। ২।সরকারী স্কুলের প্রধান শিক্ষক ন্যায় বেসরকারী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ষষ্ঠ গ্রেড এবং সহ প্রধানদের ৭ম গ্রেড প্রদান ।৩। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধানদের ২ টি উচ্চতর গ্রেড প্রদানের সুস্পষ্ট ঘোষনা প্রদান ।৪ বেসরকারী শিক্ষকদের ঐচ্ছিক বদলি এবং প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধানদের এন.টি.আর.সি.এ এর মাধ্যমে নিয়োগের ব্যবস্থা গ্রহন করা। ৫। মাধ্যমিক শিক্ষব্যবস্থা জাতীয়করন। শিক্ষকবন্ধন কর্মসূচীতে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের পাঁচ দফা দাবী মেনে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিনীত আহ্বান জানানো হয়।

শিক্ষকবন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন আমরা শিক্ষক, মানুষ গড়ার কারিগর। আমরা আর্থিক, সামাজিক, মানুষিক ভাবে সমৃদ্ব থেকে জাতি গঠনে যেন টেকসই ভুমিকা রাখতে পারি , সে লক্ষ্যে আমরা শ্রেনী কক্ষেই থাকতে চাই ।বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন তখন তিনি এক শিক্ষক সমাবেশে বলেছিলেন বেসরকারী শিক্ষকদের তাদের ন্যায্য দাবী আদায়ের জন্য আন্দোলন করতে হবে না । আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই ন্যায় সংগত পাঁচ দফা দাবী আদায়ের জন্য আন্দোলন করতে হবে না । জননেত্রী শেখ হাসিনা আমাদের দাবী মেনে নিবেন ।সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শিক্ষা দর্শন ছিল বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা । সবার জন্য শিক্ষা নিশ্চিত করন । আমাদের পাঁচ দফায় সেই লক্ষই প্রতিফলিত হয়েছে।তাই আমাদের বিশ্বাস মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তীতে এবং মুজিববর্ষকে স্মরনীয় করে রাখার জন্য শিক্ষক-কর্মচারীদের প্রানের দাবী মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করন ঘোষনা দিবেন।

 

উক্ত শিক্ষক কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ এর নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সাধারন সম্পাদক মো: আনোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি মো: মজিবুর রহমান,বন্দর থানা সভাপতি মো: আজিজুর রহমান, বন্দর থানা সাধারন সম্পাদক আইয়ুব আলী ভুঁইয়া, সোনারগাঁ থানার সভাপতি মাহমুদুল হাসান, জেলা কমিটির অর্থ সম্পাদক ওয়ায়দুর রহমান,সহ-সভাপতি সাইদুর রহমান শিক্ষা বিষয়ক সম্পাদক এম. এ গনি সহ-সম্পাদক মো: আলী ও কামরুল হাসান সহ জেলা,উপজেলা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।অনুষ্ঠান পরিচালনা করেন মো: দারুল ইসলাম, দপ্তর সম্পাদক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close