নারায়ণগঞ্জ
প্রতি শুক্রবার ও শনিবার উদ্যোক্তাদের জন্য মেলার ব্যবস্থা করবো- মেয়র আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি যদি নিজেকে শিক্ষিত করতে না পারি, নিজেকে মানুষ হিসেবে গড়ে তুলতে না পারি, নিজের আত্মবিশ্বাস না থাকে তাহলে আমাকে সুযোগ দিলেও আমি কাজে লাগাতে পারবোনা। আমাকে সব সময় মনে রাখতে হবে আমি মানুষ। নিজের মর্যাদাবোধ জানিয়ে নিজেকে সাহসী হিসেবে গড়ে তুলতে হবে।
আমরা দুঃশাসন দেখেছি, যে নারী সাহসী না, সে কিছুই করতে পারবেনা। নারীরা জন্মগতভাবে যোদ্ধা। সেই যোদ্ধা হয়েই আমরা প্রতিটা ক্ষেত্র জয় করতে চাই। সব ক্ষেত্রে নারীরা এখন এগিয়ে যাচ্ছে। উচ্চ পদে থেকে পুরুষ ধমক দিলে দোষ নয় কিন্তু নারী ধমক দিলেই যেন দোষ। আমি এসব পরোয়া করিনা।
নারী ঘর সামলায় বাইরেও সামলায়, তাই নারীর দায়িত্ব অনেক। আমাদের দেশে শতকরা পঞ্চাশ ভাগ নারী, পঞ্চাশ ভাগ পুরুষ। সুতরাং একটি জাতিকে এগিয়ে নিতে চাইলে নারীদের পিছিয়ে রাখা যাবে না ।
মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নারীদের নিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইভী বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়ন ও নারীকে সিদ্ধান্ত গ্রহণের অংশগ্রহণ বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টিভঙ্গি রয়েছে। ধাপে ধাপে তিনি নারীদের বিভিন্ন জায়গায় যুক্ত করছেন। তিনি নারীদের বিভিন্ন জায়গায় সুযোগ করে দেওয়ার পাশাপাশি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করেছেন।
নারীদের উদ্দেশ্য তিনি বলেন, আপনি নিজে যদি সঠিক থাকেন, আপনার নীতি যদি সঠিক থাকে তাহলে এ ছোটখাটো কথাগুলো কোনো ব্যাপার না। পুরুষশাষিত সমাজে নারীকে এগিয়ে যেতে হলে এ ধরণের অপবাদ আপনাকে শুনতে হবে।
এ সময় মেয়র আইভী নারী উদ্যোক্তাদের জন্য সুখবর জানিয়ে আইভী বলেন, আগামী ১০ তারিখ চারুকলার নতুন ভবন উদ্বোধন হবে। এরপর সেখানে প্রতি শুক্রবার ও শনিবার সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত উদ্যোক্তাদের জন্য মেলার ব্যবস্থা করবো। নারী উদ্যোক্তাদের তালিকা করে সেখান থেকে কিভাবে বরাদ্দ দেওয়া হবে তা জানিয়ে দেওয়া হবে।