নারায়ণগঞ্জফতুল্লা
ফতুল্লায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
ফতুল্লার আলীগঞ্জে ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন সড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারী (৪৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী মানসীক ভারসাম্যহীন ছিলো বলে স্থানীয়রা জানায়। শুক্রবার (৪ মার্চ) দুপুর বারোটার দিকে ফতুল্লা থানার আলীগঞ্জস্থ ঢাকা-নারায়নগঞ্জস্থ আজমত আলী পাম্পের পাশ হতে ওই লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, নিহত নারী মানসীক প্রতিবন্ধীর পাশাপাশি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলো। সে দির্ঘদিন যাবৎ আলীগঞ্জ এলাকায় রাস্তার আশপাশে থাকতো। শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন নিহতের লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, নিহত নারী মানসীক প্রতিবন্ধী ছিলো। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। স্থানীয়বাসী ও জনপ্রতিনিধি নিহতের দেহ সৎকারের ব্যবস্থা করেছেন।