সিলেট বিভাগ

শ্রীমঙ্গলে হরিণছড়া চা বাগানে ৩২তম জপমালারাণী মা-মারীয়া তীর্থোৎসব

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: বিপুল উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদযাপন হয়েছে ক্যাথলিক খ্রিষ্টান ধর্মাম্বলীদের অন্যতম ধর্মীয় উৎসব জপমালা রাণী মা মারীয়া তীর্থোৎসব। এবছর জপমালা রানী মা মারীয়া তীর্থের প্রার্থনা মুলসুর হলো “পরিবারের আদর্শ মা মারীয়া “এই মুলসুর উপর ভিক্তি করে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা অধীনে হরিণছড়া চা বাগান তীর্থ স্থানে শনিবার ৩০অক্টোবর বিকেল ৫টায় আরম্ভ হয়ে রোববার ৩১ অক্টোবর বিকেল ৩টায় ধর্মীয় তীর্থ উৎসবটি শেষ হয়েছে।
(৩১ অক্টোবর) সকাল ১১টায় তীর্থের মহা খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়। মহা খ্রিষ্টযাগ উৎসর্গ করেন সিলেট খ্রিষ্টান ক্যাথলিক ড্যাইসিসের দ্বায়িত্বরত বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ। খ্রিষ্টযাগ সহযোগীতা করেন শ্রীমঙ্গল ক্যাথলিক মিশনের প্রধান যাজক ফাদার নিকোলাস বাড়ৈ সিএসসি, সহকারী যাজক ফাদার কেবিন কুবি সিএসসি, নটরডেম স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ফাদার প্লাসিড প্রশান্ত রোজারিও,নটরডেম স্কুল এন্ড কলেজের ভাইসপ্রিন্সিপাল ফাদার মৃণাল ম্রং,কুলাউড়া লক্ষিপুর মিশনের প্রধান যাজক ফাদার ভেলেন্টাই তালাং,সিলেট ক্যাথলিক বিশপ হাউজের সচিব ফাদার সরোজ কস্তা, বড়লেখা ডিমাই মিশনে প্রধান যাজক ফাদার যোসেফ গমেজ, হবিগঞ্জ শায়েস্তাগন্জ সাব-মিশনের পরিচালক ফাদার বিপ্লব, সুনামগঞ্জ রাজাই মিশনের প্রধান যাজক ফাদার যোসেফ তপ্ন,ঢাকা নটরডেম ইউনিভার্সিটি লেকচারার ফাদার বনিফাস সুব্রত টলেন্টুনিও ও আরও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন এলাকা থেকে মিশনের ফাদার, ব্রাদার,সিস্টারসহ তিন হাজার অধিক ধর্মীয় বিশ্বাসী খ্রিস্টভক্তগণ।
এই তীর্থোৎসবে তীর্থযাত্রী খ্রিষ্টভক্তরা ব্যক্তিগত মানত, উদ্দেশ্য প্রার্থনা,পর্বকর্তা, অনুতাপ প্রার্থনা(পাপস্বীকার),আরাধনা সংস্কার,জীবন্ত ক্রুশে পথ ও জপমালা রানী মা-মারীয়া কাছে বিশেষ করে ধরণীর সকল মানব কল্যানে প্রার্থনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close