Uncategorized

নারায়ণগঞ্জে ‘সময়ের আলো’র প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

জাতীয় দৈনিক সময়ের আলোর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ মার্চ) বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব লাউঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার মাধ্যমে ওই আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) নাজমুল হাসান বলেন, আমরা প্রত্যাশা করি মুক্তিযুদ্ধের চেতনায়, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সময়ের আলো কাজ করবে, সময়ের আলোয় এ সমাজ আলোকিত হবে। সাংবাদিকতা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। ভালো সাংবাদিকতা সমাজকে বদলে দিতে পারে।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক শীতলক্ষা সম্পাদক আরিফ আলম দীপু বলেন, শরীফ উদ্দিন নারায়ণগঞ্জের সাংবাদিকতা জগতের নক্ষত্র। নারায়ণগঞ্জবাসির দুঃখ দুর্দশা সে এখানে তুলে ধরছে। ফলে পত্রিকাটির সার্কুলেশন মোটামুটি ভালো।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম জীবন বলেন, সময়ের আলো ভাগ্যবান যে তারা নারায়ণগঞ্জ প্রতিনিধি হিসেবে শরীফ উদ্দিন সবুজকে পেয়েছে। সবুজ নিজেই একটা প্রতিষ্ঠান। অনেক বছর ধরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছে। দুইবার সাধারন সম্পাদক হয়েছে। অতীতে সে বড় বড় পত্রিকায় ও নিউজ চ্যানেলে ছিলো। অনেক আলোচিত রিপোর্ট করেছে। সবুজ মানেই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা। এটা করতে গিয়ে আবার মালিকপক্ষের রোষানলে পড়ে চাকরিচ্যুত হয়েছেন। কিন্তু তিনি থেমে থাকেননি। প্রতিটা সময় নারায়ণগঞ্জবাসির পাশে আছেন।

খেলাঘর আসরের কেন্দ্রীয় সাধারন সম্পাদক জহিরুল ইসলাম জহির বলেন, অনেক পত্রিকার প্রতিনিধি হিসেবে মানুষ সেই সাংবাদিককে চিনে। আর নারায়ণগঞ্জে সময়ের আলোকে মানুষ চিনে শরীফ উদ্দিন সবুজ এটাতে কাজ করে বলে। সময়ের আলো ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করবে এটা আমরা চাই।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক নাফিজ আশরাফ বলেন, সবুজ একজন শিশু বান্ধব সাংবাদিক। নারায়ণগঞ্জের সাংবাদিকতার নক্ষত্র। সাংবাদিকতা করতে গিয়ে তার উপর বারবার খরগ নেমে এসেছে।

সময়ের আলোর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আমির হুসাইন স্মিথ, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান শ্যামল, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক শাহীন মাহমুদ, গলাচিপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোজাম্মেল হোসেন লিটন প্রমূখ।

এসময় জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে সময়ের আলো প্রতিনিধিকে অভিনন্দন জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close