সিলেট বিভাগ
কমলগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে র্যালি, আলোচনা সভা, নতুন ভোটার অন্তর্ভুক্তি, স্থানান্তর, হারানো ও সংশোধনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাচন কার্যালয় প্রাঙ্গণে এ ভোটার দিবস আয়োজন করা হয়।
এ সময় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আশেকুল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম সহ সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সেবাপ্রার্থীসহ নির্বাচন অফিসের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।