জাতীয়সিলেট বিভাগ

দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে আজ গোটা দেশ–ড.আহমদ আবদুল কাদের

দেশ, জাতি ও দ্বীনের কল্যাণে আমাদের জীবন-যৌবন ঢেলে দিতে হবে

বজ্রধ্বনি ডেক্সঃ- খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, “দেশ আজ নানামুখী সমস্যায় জর্জরিত। অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, গুম, খুন, হামলা, মামলায় গোটা দেশ আজ এক নির্যাতন সেলে রুপান্তরিত হয়েছে। দ্রব্যমুল্যের নির্দয় লাগামহীনতায় দেশের মানুষের কষ্টের সীমা নেই। সরকার এ নিয়ে সম্পুর্ণ নির্বিকার হলেও এই কষ্ট বহন ও সহ্য করার ক্ষমতা জনগণের আর অবশিষ্ট নেই। দেশ আজ দূর্ভিক্ষের দারপ্রান্তে। সামগ্রিক পরিস্থিতির অবনতি এত বিপদজনক হয়েছে যে, মানুষের নিরাপদে বাঁচা কিংবা নিরাপদ মৃত্যু কোনটারই আজ গ্যারান্টি নেই।’’

(২৬ ফেব্রুয়ারি, শনিবার) বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তন দায়িত্বশীলদের নিয়ে খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখা আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জনগণের স্বার্থে, সময়ের প্রয়োজনে, যারা দেশ ও দশের তরে নিজেকে বিলিয়েছিলেন দেশ, জাতি ও দ্বীনের কল্যাণে তাদের সবাইকে আবারও জীবন-যৌবন ঢেলে দিতে হবে। মানুষের প্রকৃত মুক্তির পথ ইসলামের সুমহান সৌন্দর্য মানুষের অন্তরে পৌঁছাতে হবে।

সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি অধ্যাপক বজলুর রহমানের সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের পরিচালনায় উক্ত প্রীতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমীর প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ এ এ তাওসিফ, কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা আব্দুস সবুর, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য হাফিজ মাওলানা নুরুজ্জামান, প্রিন্সিপাল সৈয়দ মুহিবুর রহমান, সিলেট জোন সহকারী ইনচার্জ প্রভাষক মুহাম্মদ আব্দুল করিম, সিলেট জেলা সভাপতি মাওলানা সৈয়দ মুশাহিদ আলী।

পবিত্র মহাগ্রন্থ আল কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের সহ-সভাপতি হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, সিলেট মহানগর সহ-সভাপতি মহানগর সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, মাওলানা রওনক আহমদ, ডা. ফয়জুল হক, ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম জাকারিয়া, জেলা সহ-সভাপতি ক্বারী মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলায়াস, মাওলানা মুখলিসুর রহমান, এডভোকেট মুহাম্মদ ফজর আলী, জেলা সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ।

প্রীতি সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক মহানগর সহ-সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নানের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কানাডা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল হক, লন্ডন মহানগীর সহ-সভাপতি হাফিজ মাওলানা আব্দুর রাজ্জাক, ব্রাষ্টার শাখার সাধারণ সম্পাদক আব্দুল গণি, রিয়াদ মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল জলিল, যুক্তরাজ্য প্রবাসী ব্যারিষ্টার হাফিজুল ইসলাম সায়েম, মালেয়েশিয়া প্রবাসী মাওলানা মনছুরুল হাসান জাকারিয়া, সিলেট মহানগরীর সহ-সাধারণ সম্পাদক আহমদ সাইফুর রহমান, জাবেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ, বায়তুলমাল সম্পাদক মাসুদ আহমদ, ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি সাইফুল ইসলাম জলিল, খেলাফত মজলিস সিলেট মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম চৌধুরী, উলামা সম্পাদক মাওলানা ওলিউর রহমান, পাঠাগার সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, যুব বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, শ্রম সম্পাদক মাওলানা মাশুক আহমদ,অফিস ও প্রচার সম্পাদক মাওলানা কাওছার আহমদ চৌধুরী সহ সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম ছাবির প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দীন আহমদ বলেন, এই জালেম সরকারের কারাগারগুলোতে এখনও ওলামায়ে কেরাম নির্মমভাবে বন্দি। অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবী করছি।

বিপুল সংখ্যক প্রাক্তন ছাত্র নেতৃবৃন্দের উপস্থিতিতে অন্যান্য বক্তারা বলেন, বিশ্বব্যাপী মুসলমানরা ইসলামের স্বর্ণোজ্জ্বল আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে গোটা দুনিয়ায় আজ আদর্শিক সংকট তৈরী হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য জনসাধারণের কাছে দাওয়াতে দ্বীনের কাজকে সম্প্রসারণ করতে আমাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে। সত্য ও ন্যায়ের পথে আমাদেরকে কথা বলতে হবে। মানুষকে অন্ধকার থেকে আলোর পথে ডাকতে হবে। সকল অন্যায় জুলুম-নিপীড়ন বন্ধ করতে, রাষ্ট্রীয় অত্যাচার ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাড়াতে আমাদের সবাইকে সরব হতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক বজলুর রহমান বলেন, করোনা মহামারীর মতো দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে দল-মত নির্বিশেষে সকল সাধারন জনগণই ক্ষতিগ্রস্থ হবে। তিনি অবৈধ জুলুমবাজ ও ফ্যাসিষ্ট সরকারের পতনের দাবীতে আপামর জনসাধারণকে রাস্তায় নেমে আসার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close