মতামতরাজনীতি

নারায়ণগঞ্জ সিটির চলমান সমস্যার সমাধানে মানবাধিকার সংস্থার বিশেষ উদ্যোগ

২০২২ সাল উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য বাংলাদেশ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন “এই স্বাধীনতা তখনি আমার কাছে প্রকৃত স্বাধীনতা হয়ে উঠবে যেইদিন বাংলার কৃষক, মজুর এবং দুঃখী মানুষের সকল দুঃখের অবসান ঘটবে”। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ ও চিরন্তন বানীকে উপেক্ষা করে জাতিকে উত্তম জাতিতে রুপান্তরিত করা সম্ভব নয়। বিশ্ব মানবতায় বাংলার শ্রেষ্ঠত্ব প্রকাশের প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন ঠিক তখনি একদল দেশদ্রোহী বিশ্বাসঘাতক রাজাকার বাহিনীর আত্মপ্রকাশ ঘটেছে নারায়ণগঞ্জ ও রাষ্ট্রের বিভিন্ন জেলায়। ওরা কোন দলের লোক নয়, সময়ের তালে দোলে আড়ালে। ওদের পুঁজি সাধারণ মানুষের বিশ্বাস, হৃদয় দিয়ে প্রতারণার জালে আটকে যায় অজ্ঞতায় আত্মা পরাধীনতা মেনে নিচ্ছে স্বাধীনতা ভেবে, ওরা জানেনা কোথায় জাতির মহা কল্যাণ। হায়েনা রণাঙ্গনে আঘাত হানে শুদ্ধ প্রাণে, যুদ্ধ চাহে আবার। তারা জানেনা কি সামান্য দামে বিবেককে বিক্রি করে দিচ্ছে এই ব্যবসা তাদের জন্যে কল্যাণকর হবেনা ওরা সত্যত্যাগী। এদের ব্যবসার পূঁজি সাধারণ মানুষের বিশ্বাস। বিশ্বাসকেই পূঁজি করে দেশ ও জাতির অকল্যাণে নিজেদের নিয়োজিত করে রেখেছে, রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার করা তাদের কাজ। চলমান সমস্যা সৃষ্টিকারী কারা এবং কেনো জানতে চাইলে- এ প্রশ্নের জবাবে, মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলা কার্যনির্বাহী জোনাল কমিটির সভাপতি মোঃ হাইউল ইসলাম প্রধান (হাবীব) বলেন, এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী অপশক্তি হায়েনার দল। সম্ভাবনাময় স্বনির্ভর তথ্যপ্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ ঘোষণা বাস্তবায়নের লক্ষে সরকার বিশেষ কর্মসূচী গ্রহণের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ করেছেন (২১) টি গুরুত্বপূর্ণ ইশতেহার, যা বাস্তবায়ন সরকারের একার পক্ষে কখনো সম্ভব হবে না। সকল জনগণের অংশ গ্রহণের মাধ্যমেই তা বাস্তবায়ন হতে পারে এগিয়ে যেতে পারে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা। মানুষ! সত্য অনুসন্ধানে সহজাত বিচারবুদ্ধি প্রয়োগ না করে কুসংস্কার, ভ্রান্ত বিশ্বাস ও অবিদ্যা দ্বারা ক্রমাগত প্রভাবিত হতে থাকলে মস্তিষ্কের ওয়ার্কিং স্ট্রাকচার বা কর্মকাঠামো বদলে যায়। ফলে সত্যবাণী শোনার আগ্রহ ও সামর্থ্য দুই-ই হ্রাস পায়। ক্রমান্বয়ে সে অন্তর বিভ্রান্তির আস্তরে স্থায়ীভাবে আচ্ছাদিত হয়ে যায়। এ মোহর লাগা ও কঠিন শাস্তি কোনো অলঙ্ঘনীয় নিয়তি নয়, এ হচ্ছে প্রাকৃতিক আইন অনুসারে ব্যক্তির স্বাধীন পছন্দ ও মানব সম্প্রদায়ের কর্মের পরিণতি। একইভাবে বিশ্বাস স্থাপনে সৎকর্মের পুরস্কার হচ্ছে ব্যক্তির সহজাত বিচারবুদ্ধির স্বাধীনতা ও সঠিক প্রয়োগের সুফল। মিথ্যা অপপ্রচারে সামাজিক সহিংসতা বেড়ে যায়। ফলে সৎ কর্ম করার আগ্রহ কমে যায়, পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্যের কামনা মানবকে দানবে রুপান্তর করে সে নেতিবাচক প্রভাব বিস্তার করে বিশ্ব মানচিত্রে প্রাকৃতিক আইন অনুসারে আবহাওয়ার পরিবর্তন ঘটে, বেড়ে যায় সামাজিক অপরাধ ও সহিংসতা। বিশ্বে একদল জ্ঞানী গুণী সামাজিক শয়তান এর আবির্ভাব ঘটেছে, তাঁদের মূল হাতিয়ার হচ্ছে অসামাজিক ব্যক্তিত্ত্বের সংস্পর্শে থেকে সামাজিক মঞ্চে দাঁড়িয়ে মিথ্যা ভাষণ দিয়ে সাধারণ মানুষের বিশ্বাস হরণে প্রতারণা করা, যা নিন্দনীয়। তাঁদের কারণে আজ আমাদের সাংবিধানিক অধিকার এবং শুদ্ধ জীবন ব্যবস্থার অবনতি ঘটেছে, আত্মীয়তা সম্পর্কের দুরত্ব বৃদ্ধি পেয়েছে, অপপ্রচার অনুশীলনীয় অধ্যায় হিসাবে গ্রহণ করেছে সাধারণ মানুষ। এ সমস্যার সমাধানে সুশাসন প্রতিষ্ঠা করুন স্বপ্নের সোনার বাংলার প্রবেশপথ উন্মোচনে। ঐতিহাসিক নারায়ণগঞ্জ জেলাকে বাংলাদেশের মডেল জেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ! সংবাদমাধ্যম জনপ্রতিনিধি ও জনপ্রশাসন এই সিদ্ধান্তে উপনীত হলে স্বপ্নছোঁয়া পরিবার তা বাস্তবায়নের জন্য প্রস্তুত রয়েছে। কোন অপরাধ সংঘটিত হলে তা সমাধান হবে আলোচনায়, আসুন বসুন উন্মুক্ত আলোচনা করুন দেশের উন্নয়নে কাজ করার জন্য সুপরামর্শ দিয়ে সহায়তা করার আহ্বান করছি। ঐতিহাসিক নারায়ণগঞ্জ জেলায় বাংলাদেশ আওয়ামী লীগ এর ইশতেহার অনুযায়ী সু-শাসন প্রতিষ্ঠা হবে অতি সহজে। নারায়ণগঞ্জ জেলার সংসদ সদস্যগণ এবং স্থানীয় সরকার বঙ্গবন্ধুর উত্তম জীবনাদর্শ ও চিরন্তন বানীর [ধারক-বাহক] “ওসমান পরিবার এবং আলী আহাম্মদ চুনকা পরিবার” প্রজন্মের প্রয়োজনে স্বপ্নের সোনার বাংলার প্রবেশ পথ উন্মোচনে মানুষের অন্তরে চিরন্তন হয়ে থাকবে বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন পূরণে। নারায়ণগঞ্জ জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নারায়ণগঞ্জ বাসীর কাছে এক উত্তম পরিচয় লাভ করেছে। যারা লোক দেখানো মিথ্যা সংগ্রাম করে বেড়াচ্ছেন সমাজে নিজেদের আদিপত্ত বিস্তার করতে চাচ্ছেন তারাই উগ্রবাদী উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে পার্থিবো স্বাচ্ছন্দ্যের কামনায় আসক্ত হয়ে দেশ ও জাতির কল্যাণে মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যের ডাকে সাড়া দিতে জনতাকে নিরুৎসাহিত করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরী। মনে হয় মূলক ধারণা ও অপপ্রচার থেকে বিরত থাকুন। দেশদ্রোহী অপশক্তি রাষ্ট্রের উন্নয়নের অগ্রযাত্রায় আনন্দিত নয়। সমাজে নানা প্রকার দুর্ঘটনা ঘটে, সত্য মিথ্যা প্রমাণিত না হওয়ার কারণে, সত্যের ভরা নৌকা মিথ্যার সাগরে ডুবে। নারায়ণগঞ্জ জেলার আগামীর উন্নয়নের স্বপ্নদ্রষ্টা তারুণ্যের অহংকার, আলোকিত নক্ষত্র ডাঃ সেলিনা হায়াত আইভি, সংসদ সদস্য সেলিম ওসমান, সংসদ সদস্য শামীম ওসমান ঐক্যবদ্ধ হলে নারায়ণগঞ্জ জেলাকে রাষ্ট্রের মডেল জেলা হিসেবে গড়ে তোলা ঘোষণা অপেক্ষা সময়ের সমান। স্বপ্নের মাটিতে সোনার চাষ করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সময় যখন ফসল তোলার অতিথি পাখির আগমন তারা কোন দলের পাখি নয়, সময়ের তালে দোলে আড়ালে- কবিতার সুখ পাখি সেজে সুসময়ে স্বরচিত কবিতা শোনায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close