নারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে শিমরাইল মোড়ে মহাসড়কে ৬ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধভাবে গড়ে ওঠা ৬ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।  সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এবং সড়ক ও জনপথ বিভাগের সমন্বয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। তিনি  জানান, যানচলাচল স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গত কয়েকদিন ধরেই অবৈধ দখলদারদের এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য বলা হয়েছিল। মহাসড়কে প্রতিবন্ধকতা মোকাবেলায় এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

স্থানীয়রা অভিযোগ করে জানায়, সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় সরকারি জায়গা দখল করে রিপন ওরফে মুরগী রিপন নামের এক চাঁদাবাজ বিভিন্ন দোকানপাট থেকে দীর্ঘদিন ধরে নির্দিষ্ট হারে হকারদের কাছ থেকে ভাড়া আদায় করে আসছিল। এসব দোকান থেকে এককালীন ৫০ হাজার থেকে ১ লাখ টাকা অগ্রিম নিয়ে দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হতো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close