আইন ও অধিকারনারায়ণগঞ্জফতুল্লা

ক্রিকেট খেলা কে কেন্দ্র করে ফতুল্লায় যুবক খুনের ঘটনায় মামলা

ফতুল্লার মুসলিমনগর নয়া বাজার এলাকায় ক্রিকেট খেলা কে কেন্দ্র করে রবিন (১৮) কে পিটিয়ে হত্যা করার ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাননামা আরো ৮/১০ জন কে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা করেছে। নিহত রবিন ফতুল্লা থানার মুসলিম নগর নয়া বাজারস্থ ঈমান হোসেনের পুত্র।

ঘটনাটি ঘটেছে সোমবার (২১ ফেব্রুয়ারী) সন্ধ্যা ছয়টায় ফতুল্লা মডেল থানার উত্তর নরসিংপুর টাওয়ার পাড় মোতালেব মিয়ার বাড়ীর পেছনের মাঠে।

মামলায় উল্লেখ্য করা হয়েছে যে, বাদীর প্ত্রু রবিন বিসিক ২ নং গেইটে হোটেলের ব্যবসা করে। সোমবার দিন আন্তর্জাতিক ভাষা দিবস হওয়াতে হোটেল বন্ধ ছিল বলে রবিন বাসায় ছিলো।

 

সোমবার বিকেল ৫টার দিকে নিহত রবিনের পূর্ব পরিচিত অনিক ও আরমান নিহত রবিন কে বাসা থেকে মোতালেব মিয়ার বাড়ীর পেছনের মাঠে নিয়ে যায়।

সন্ধ্যা ৬ টার দিকে অভিযুক্তরা ছুরি, ক্রিকেট খেলার স্ট্যাম্পসহ লাঠি সোটা নিয়ে তারা রবিনের উপর হামলা চালায়।

এ সময় রবিন আত্নরক্ষার্থে ডাক-চিৎকার করলে রবিনের বন্ধু মুন্না এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে। তাদের ডাক-চিৎকারে বাদীর ভাইয়ের ছেলে নজরুল সহ নিকটাত্মীয় স্বজনেরা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

আহত রবিন এবং মুন্না কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা রবিন কে মৃত ঘোষনা করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হারেছ শিকদার জানায়, মামলার এজাহারনামীয় প্রধান আসামী শাওন, অনিক হোসেন ও মাহিন কে গ্রেফতার করা হয়েছে।

তাদেরকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। মামলার অপর আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close