খেলাধুলানারায়ণগঞ্জ

শীতলক্ষা ভাইকিংসকে ১০ উইকেটে হারিয়ে নারায়ণগঞ্জ ওয়রিয়র্স চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবির মিডিয়া সেলের চেয়ারম্যান তানভীর আহম্মেদ টিটু বলেছেন, আজকে এই ফাইনাল খেলায় যে দল জিতেছে সে দলের ক্যাপ্টেন আমি। আসলে আমাদের এই খেলা অনেকটা বিপিএল এবং আইপিএল এর মত ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট। মূলত নারায়ণগঞ্জ এর সাবেক খেলোয়াড়দের নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, যেহেতু প্লেয়ার্স ড্রাফটিং করে প্রতিটি দল সেট করা হয়েছে তাই সবগুলো দলই শক্তিশালী করা হয়েছে।

 

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স এ আয়েজিত নীট কনসার্ণ মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্ট সিজন-৩ এর পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক জালাল ইউনুস।

 

মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টে সভাপতি তানভীর আহম্মেদ টিটু আরও বলেন, এখানে যারা খেলাটা দেখেছেন তাদের ধন্যবাদ। আমার দলের প্রতিটি খেলোয়ারকে আমি এই জয়ের জন্য অভিনন্দন জানাতে চাই। সবাই এতোই ভালো খেলেছে যে আমার ব্যাটিং করতে নামতেই হয়নি। আজকের যারা রানার্স আপ হয়েছে (শীতলক্ষা ভাইকিংস) তাদেরও অভিনন্দন জানাই। তারা গত ১৫দিন এই মাঠে প্রেকটিস করেছে তার পরেও আমাদের হারাতে পারেন নাই। তাই শীতলক্ষা ভাইকিংস এর ওনার এস এম রানা‘র মন অনেক খারাপ।

 

এই টুর্নামেন্টের খেলায় যারা অংশগ্রহন করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই টুর্নামেন্টে অংশ নিয়ে খেলাটাকে আরও প্রানবন্ত করেছেন। আগামীতে আরও সুন্দর পরিসরে এই টুর্নামেন্টর আয়োজন করতে পারবো বলে আশা করছি।

 

 

এ সময় বক্তব্যের শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং চ্যাম্পিয়ন দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজমানি  ৫ লক্ষ টাকা দেওয়া হয়। ফাইনাল খেলায় নারায়ণগঞ্জ ওয়রিয়র্স, শীতলক্ষা ভাইকিংসকে ১০ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

 

এবারের টুর্নামেন্টে অংশ গ্রহণ নেয়া দল ৫টি হলো- নারায়ণগঞ্জ ওয়রিয়র্স, প্রাইম জিনস ব্লাস্টার্স, শীতলক্ষা ভাইকিংস, সেঞ্চুরি সোলস ও নিলাভি গ্লোরিয়ার্স। প্রতিটি দলেই জাতীয় ও স্থানীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড়রা খেলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close