ধর্মসিলেট বিভাগ
কানাইঘাটে জালালাবাদ ইমাম সমিতির সভা
পোশাকের স্বাধীনতার নামে উলঙ্গ সংস্কৃতি সম্পর্কে ইমামদের সতর্ক ভূমিকা রাখতে হবে
——– মাওলানা মুহাম্মদ ওলীউর রহমান
জালালাবাদ ইমাম সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট লেখক মাওলানা ওলীউর রহমান বলেছন, এদেশের অধিকাংশ মানুষ ব্যক্তিজীবনে ধর্মীয় বিধিবিধানকে সম্মান ও শ্রদ্ধা করে, নব্বই ভাগেরও বেশি মুসলমানদের এই দেশে শুধু মুসলিম নারিরাই যে পর্দা পালনে অভ্যস্থ তা নয় বরং এদেশের অমুসলিম নারীরাও অশালীন পোশাককে ঘৃণা করে। এ অবস্থায় কতিপয় বিপথগামী মেয়েদের কারণে এদেশের ধর্মপ্রাণ মানুষ এবং নারী সমাজ বেহায়াপনা ও উলঙ্গসংস্কৃতিকে গ্রহণ করবেনা। পোশাকের স্বাধীনতার নামে বিজাতীয় উলঙ্গ সংস্কৃতি এদেশে আমদানী করার অপপ্রয়াস চলছে, এ ব্যাপারে ইমামদেরকে সতর্ক ভূমিকা পালন করতে হবে। জুমার খোতবায় কুরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে এ বিষয়ে আলোচনা করতে হবে। গত ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার জালালাবাদ ইমাম সমিতি কানাইঘাট উপজেলা শাখার প্রথম নির্বাহী সভা ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে মাওলানা ওলীউর রহমান উপরুক্ত কথাগুলো বলেন।
জালালাবাদ ইমাম সমিতি কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা হোসাইন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শামসুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মাওলানা নাসির উদ্দিন চাউরী, সহসভাপতি মাওলানা বিলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, মাওলানা সাদ উল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা সিদ্দিক বিন মুহাম্মদ, সহ প্রচার সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম, মাওলানা গোলাম কিবরিয়া, অর্থ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান, সহ অর্থ সম্পাদক মাওলানা নুরুল্লাহ, মাওলানা আবুল কালাম, মাওলানা আশিকুর রহমান প্রমুখ। সভায় কানাইঘাট পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়নে সমিতির কমিটি গঠনের জন্য দায়িত্ব প্রদান করা হয়।