সাহিত্যসিলেট বিভাগ

তাড়াইলে পাবলিক লাইব্রেরির উদ্বোধন

 

এমদাদুল্লাহ্, বজ্রধ্বনি
সাহিত্য, মানবসেবা ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান হিসেবে তাড়াইলে যাত্রা শুরু করেছে পাবলিক লাইব্রেরি। (১০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা সদরের সাচাইল মাদসার উত্তর পূর্ব কোনে খোলা মাঠে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে রঙ্গিন কাগজে মোড়ানো কিছু বইয়ের প্যাকেট খুলে পাবলিক লাইব্রেরির শুভ উদ্বোধন ঘোষণা করেন আকতার আছেফা মেমোরিয়াল ট্রাস্টের যুগ্ম মহাসচিব সামির হোসেন সাকী।

এর পূর্বে পাবলিক লাইব্রেরির শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাড়াইল সাচাইল দারুল হুদা কাসেমুল উলুম মাদরাসার মুহতামিম শায়খুল হাদিস আল্লামা ফয়জুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সম্পাদক ও আলোচক মাওলানা শরীফ মুহাম্মদ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়ার প্রধান মুফতি মাওলানা ওমর আহমদ, তাড়াইল সাচাইল দারুল হুদা কাসেমুল উলুম মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা সাদেকুর রহমান, কিশোরগঞ্জ বড় ভাগ এমদাদুল উলুম মাদরাসার প্রভাষক আতাউর রহমান শাহান, কবি ও গল্পকার সাইফ সিরাজ, কবি তানভীর এনায়েত।

পাবলিক লাইব্রেরির পরিচালনা পর্ষদের আহ্বায়ক হাফেয মাওলানা খাইরুল ইসলামের সার্বিক পরিচালনায় ও তাড়াইল সাচাইল দারুল হুদা কাসেমুল উলুম মাদরাসার শিক্ষক মাওলানা লুৎফুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাওয়ার ইমদাদুল উলুম মাদরাসার মুহতামিম হাফেয মাওলানা আইনুল ইসলাম, তাড়াইল সাচাইল দারুল হুদা কাসেমুল উলুম মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল হাই, ইছাপশর জামিয়াতুল ইসলাহ্ আল মাদানিয়ার শিক্ষা সচিব মাওলানা বোরহানুদ্দীন আহমাদ, তাড়াইল বাজার বড় মসজিদের খতিব হাফেয মাওলানা এমদাদুল্লাহ্, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেয মাওলানা ফরিদ উদ্দিন, তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান, তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসার মুহাদ্দিস হাফেয মাওলানা সাইদুর রহমান, তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল কাইয়ূম আকন্দ, জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইল উপজেলা ইউনিটের সাবেক সভাপতি আলী কায়সার খান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close