সিলেট বিভাগ

পতনঊষারে সাংবাদিক ইসহাক কাজলের ২য় মৃত্যু বার্ষিকী পালিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলা একাডেমির পুরষ্কার প্রাপ্ত লেখক, গবেষক, সাংবাদিক ইসহাক কাজল এর ২য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে উপজেলার শহীদনগর বাজারে ইসহাক কাজল গণ পাঠাগারের উদ্যোগে সকাল ১১ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের অয়োজন করা হয়। আলোচনা সভায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, প্রবিণ সাংবাদিক আব্দুল হান্নান চিনু, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মূহাইমিন মিল্টন, ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, সাংবাদিক জয়নাল আবেদীন, সমাজ সেবক আবুল বশর জিল্লুল, সমাজ সেবক জহুর আলী, সহকারী শিক্ষক প্রমুদ রঞ্জন, নাট্যকর্মী হিফজুর রহমান, সমাজ সেবক কুতুব উদ্দিন, সমাজ সেবক, মনির খান, মর্তুজ আলী, আফরুজ আলী, জয় প্রমুখ। আলোচনা সভায় অতিথিরা ইসহাক কাজলের রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকতা জীবন নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন ইসহাক কাজল মানুষ একজন কিন্তু তিনি বহু গুণে গুণান্বিত ছিলেন। এ যুগে তাঁর মতো সৎ-সাহস সাংবাদিকদের বড়ো অভাব। তাঁর মৃত্যুতে সমাজের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। আলোচনা সভা শেষে ইসহাক কাজলের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close