নারায়ণগঞ্জসোনারগাঁও

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষিকার উপর হামলার ঘটনায় মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের প্রত্যন্ত চরাঞ্চল নুনেরটেক মায়াদ্বীপে এক শিক্ষিকা ও তার পরিবারের উপর হামলার ঘটনায় মানববন্ধন করেছে সামাজিক সংগঠন তারুণ্যের সোনারগাঁ।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার উদ্ধবগঞ্জ এলাকায় সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সমাজকর্মী কবি শাহেদ কায়েস মায়াদ্বীপের সুবিধা বঞ্চিত জেলে সম্প্রদায়ের শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন। পাশাপাশি তিনি ওই এলাকায় মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলেন। এতে ওখানকার একটি মহল শাহেদ কায়েস ও তার স্কুলের প্রতি বিক্ষুব্ধ হয়ে স্কুলটি বন্ধ করে দেয়ার হুমকি দেয়। এর জের ধরে গত ২২ জানুয়ারি রাতে স্কুলের প্রধান শিক্ষিকা মরিয়ম আক্তার পাখী ও তার দেড় বছর বয়সী মেয়েসহ পরিবারের ৫জনকে পিটিয়ে আহত করে স্থানীয় বালু সন্ত্রাসীরা।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনের নেতৃবৃন্দ অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মানব বন্ধনে উদিচী শিল্প গোষ্ঠির সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি শাহেদ কায়েস, পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন, সোনারগাঁও প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মিজানুর রহমান, তারুণ্যের সোনারগাঁয়ের কর্মী মো. তারেক মাহমুদ, মো. আব্দুল্লাহ আল মামুন, রাজু আহমেদ অর্ণব, সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের নির্বাহী সদস্য জাহাঙ্গির আলম ইমন, সাংবাদিক এরশাদ হুসাইন অন্য ও মো. মোক্তার হোসেন প্রমূখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ প্রেস ইউনিটির সভাপতি ফরিদ হোসেন, সোনারগাঁ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হুসাইন, সাংবাদিক হুমায়ন কবির, সমাজকর্মী হজরত আলী, মো. মহিউদ্দিন, আলম খান জয়, ইমতিয়াজ, কাজী মনির, মো. শরিফুল, হোসাইন আলী, রাসেল হোসাইন, তারেক মাহমুদ, ফয়সাল ইবনে আমিন, হৃদয় খান ও ফরজানা স্মৃতি।নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের প্রত্যন্ত চরাঞ্চল নুনেরটেক মায়াদ্বীপে এক শিক্ষিকা ও তার পরিবারের উপর হামলার ঘটনায় মানববন্ধন করেছে সামাজিক সংগঠন তারুণ্যের সোনারগাঁ। বৃহস্পতিবার সকালে উপজেলার উদ্ধবগঞ্জ এলাকায় সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সমাজকর্মী কবি শাহেদ কায়েস মায়াদ্বীপের সুবিধা বঞ্চিত জেলে সম্প্রদায়ের শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন। পাশাপাশি তিনি ওই এলাকায় মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলেন। এতে ওখানকার একটি মহল শাহেদ কায়েস ও তার স্কুলের প্রতি বিক্ষুব্ধ হয়ে স্কুলটি বন্ধ করে দেয়ার হুমকি দেয়। এর জের ধরে গত ২২ জানুয়ারি রাতে স্কুলের প্রধান শিক্ষিকা মরিয়ম আক্তার পাখী ও তার দেড় বছর বয়সী মেয়েসহ পরিবারের ৫জনকে পিটিয়ে আহত করে স্থানীয় বালু সন্ত্রাসীরা।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনের নেতৃবৃন্দ অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মানব বন্ধনে উদিচী শিল্প গোষ্ঠির সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি শাহেদ কায়েস, পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন, সোনারগাঁও প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মিজানুর রহমান, তারুণ্যের সোনারগাঁয়ের কর্মী মো. তারেক মাহমুদ, মো. আব্দুল্লাহ আল মামুন, রাজু আহমেদ অর্ণব, সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের নির্বাহী সদস্য জাহাঙ্গির আলম ইমন, সাংবাদিক এরশাদ হুসাইন অন্য ও মো. মোক্তার হোসেন প্রমূখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ প্রেস ইউনিটির সভাপতি ফরিদ হোসেন, সোনারগাঁ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হুসাইন, সাংবাদিক হুমায়ন কবির, সমাজকর্মী হজরত আলী, মো. মহিউদ্দিন, আলম খান জয়, ইমতিয়াজ, কাজী মনির, মো. শরিফুল, হোসাইন আলী, রাসেল হোসাইন, তারেক মাহমুদ, ফয়সাল ইবনে আমিন, হৃদয় খান ও ফরজানা স্মৃতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close