জাতীয়নারায়ণগঞ্জবন্দররাজনীতি
নয়াপল্টনে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্রদলের মশাল মিছিল
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতা-কর্মীদের ওপর পুলিশের গুলি বর্ষণ, গুলি করে নেতাদের হত্যা ও গণগ্রফতারের প্রতিবাদে মশাল মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল।
বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দর থানা ছাত্রদলের নেতাকর্মীরা বন্দর উপজেলার মদনপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করে।
মিছিল থেকে স্লোগানে স্লোগানে হত্যা ও গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় সরকারকে দায়ী করে তাদের অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন নেতাকর্মীরা।