নারায়ণগঞ্জনির্বাচনী হালচালরাজনীতি

নব নির্বাচিত কাউন্সিলর আনোয়ার ইসলামকে ফুলেল শুভেচ্ছা হীরাঝিল বাসীর

নব নির্বাচিত কাউন্সিলর আনোয়ার ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হীরাঝিল আবাসিক এলাকাবাসী।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় তার বাস ভবনে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন হীরাঝিল এলাকার নদভী জুয়েলার্সের মালিক রানা, মাজহারুল ইসলাম বাপ্পি, শামসুল আলম দুলাল, মাজহারুল ইসলাম শাওন, গোলাম কিবরিয়া পাটোয়ারী, মোহাম্মদ মতিন, মোহাম্মদ হাসান ও মোহাম্মদ সাফায়েত প্রমুখ। গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১ নং ওয়ার্ডে ঠেলাগাড়ি প্রতীক নিয়ে পাঁচ হাজার ৬৪৮ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রহিম ঘুড়ি প্রতীক নিয়ে ৩৪৪৮ ভোট পেয়েছেন।

 

নির্বাচন সুষ্ঠু হয়েছে জানিয়ে হীরাঝিল আবাসিক এলাকার যুবকরা বলেন, আমরা নতুন কাউন্সিলর পেয়েছি। এ জন্য আমরা অত্যন্ত খুশি। মো: আনোয়ার ইসলাম একজন মাটির মানুষ। যার প্রমাণ আমরা এই নাসিক নির্বাচনে দেখেছি। আমরা আশা করি তিনি সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত ডিজিটাল সমাজ গড়বেন। উন্নয়নকে ত্বরান্বিত করতে বলিষ্ঠ নেতৃত্বের পরিচয় দিবেন। তারা আরও বলেন, আমরা হীরাঝিলবাসী নতুন কাউন্সিলরকে সাদরে গ্রহণ করেছি। উন্নয়নমূলক যেকোন কাজে আমরা তাকে সর্বোচ্চ সহযোগিতা করবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close