নারায়ণগঞ্জরাজনীতিরুপগঞ্জ

সর্বাধুনিক প্রযুক্তির উন্নত চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে তারাবো পৌরসভায় : মেয়র হাসিনা গাজী

রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেছেন, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন সুচিকিৎসা। বর্তমান প্রেক্ষাপটে প্রতিটি মানুষের মেডিকেল চেক-আপ জরুরি। কিন্তু নানান ঝামেলার কারণে মানুষকে এসব সেবা গ্রহণ করার ক্ষেত্রে বিড়ম্বনা পোহাতে হচ্ছে।

 

চিকিৎসা সেবা প্রার্থীদের যেন এসব ঝামেলায় পড়তে না হয় অর্থাৎ তাঁরা যেন সুন্দর স্বাভাবিক এবং নির্মল পরিবেশে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারে, সে লক্ষ্যেই তারাবো পৌরসভার পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের অক্লান্ত পরিশ্রমে এখন তারাবো পৌরসভায় পাওয়া যাচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির উন্নত মানের চিকিৎসাসেবা।

মঙ্গলবার (১৮ জানুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী ভবনে দরিদ্রদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে লালকার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারাবো পৌরসভা কর্তৃক পরিচালিত আরবান প্রাইমারী হেলথ্ কেয়ার সার্ভিসের ডেলিভারী প্রকল্পের দ্বিতীয় পর্যায় এর নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ৪০০ পরিবারের মাঝে এ লালকার্ড বিতরন করা হয়।

তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী আরো বলেন,  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গঠনের স্বপ্ন দেখেছিলেন। শত বাঁধা-বিপত্তি পেরিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা গঠন করতে দৃঢ় প্রতিজ্ঞ। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তারাবো পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আক্তার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা ফিরোজ ভুঁইয়া, আরবান প্রাইমারী হেলথ্ কেয়ার সার্ভিসের ডেলিভারী প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জহিরুল আলম সিকদার, নগর স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার সানজিদা আফরিন শ্রাবনী সহ অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close