নারায়ণগঞ্জনির্বাচনী হালচালরাজনীতিসিদ্ধিরগঞ্জ

ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে পুন:নবনির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতিকে ফুলেল শুভেচ্ছা

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : আলহাজ্ব মতিউর রহমান মতি
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পুনরায় কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।সোমবার (১৭ জানুয়ারি) সকালে নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এসময় উপস্থিত ছিলেন, ইস্টার্ন সিমেন্ট কোম্পানির হেড অব প্লান্ট ইঞ্জিনিয়ার মো.মনিরুল ইসলাম শিকদার, ডি.জি.এম কোয়ালিটি মো.রেজাউল করিম, ম্যানেজার ইলেক্ট্রিক্যাল মো. মোশতাক,ম্যানেজার ম্যাকানিক্যাল মো.নুর মোহাম্মদ, ম্যানেজার প্রডাকশন মো.আশিক ইকবাল, সহকারী ম্যানেজার একাউন্টস ও ভারপ্রাপ্ত এডমিন মো. দেলোয়ার হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ আইটি মো. মোয়াজ্জেম হোসাইন, সহকারী ম্যানেজার ষ্টোর মো. শহিদুল মজুমদার, সিনিয়র ইঞ্জিনিয়ার ম্যাকানিক্যাল মো. সোহার্থ সালেহিন, এক্সিকিউটিভ ট্রান্সপোর্ট মো. কামরুল হাসানসহ শ্রমিক কর্মচারীবৃন্দ। সকলের থেকে অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা পেয়ে পুনরায় নব-নির্বাচিত কাউন্সিলর মতিউর রহমান মতি বলেন,‘আমি সবার দোয়া ও সহযোগীতা চাই। ৬নং ওয়ার্ডের উন্নয়নে ও মানুষের জন্য কাজ করতে চাই। আশা করি আমি একটি সুন্দর ওয়ার্ড উপহার দিতে পারবো।’ উল্লেখ্য,গত রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নাসিকের ২৭টি ওয়ার্ডের ভোটগ্রহণ করে ইসি।নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয় বারের মত কাউন্সিলর নির্বাচিত হন আলহাজ্ব মতিউর রহমান মতি।অনুষ্ঠিতব্য নির্বাচনে মতিউর রহমান মতির প্রাপ্ত ভোট ৫৮৭৯। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দী আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডল কে ৬৭১ ভোট ব্যবধানে পরাজিত করে পুনরায় তিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close