নারায়ণগঞ্জরাজনীতি

না.গঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুজন আর নেই

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান সুজন ইন্তেকাল ক‌রে‌ছেন (ইন্না লিল্লা‌হি ওয়া…ইলাই‌হি রা‌জিউন)।

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে রোববার (০৯ জানুয়ারী) দুপু‌রে আই.সি.ইউ তে চিকিৎসাধীন অবস্থায় তি‌নি ইন্তেকাল ক‌রেন।

মৃত্যুকা‌লে তি‌নি দুই সন্তান, স্ত্রী সহ আত্মীয়স্বজন এবং অসংখ‌্য গুনগ্রাহী রে‌খে গে‌ছেন।

জানা গে‌ছে, মরহুম মিজানুর রহমান সুজন এর প্রথম নামা‌জে জানাযা অদ‌্য বাদ এশা চানমারী এলাকায় তার বাসভব‌নের সাম‌নে অনু‌ষ্ঠিত হ‌বে। দ্বিতীয় নামা‌জে জানাযা সোমবার (১০ জানুয়ারী) সকাল ১০টায় চাষাঢ়া বা‌গে জান্নাত মস‌জি‌দে অনু‌ষ্ঠিত হ‌বে। দ্বিতীয় জানাযা শে‌ষে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনা‌রে সর্বস্ত‌রের শ্রদ্ধা নি‌বেদ‌নের জন‌্য মরহু‌মের মর‌দেহ রাখা হ‌বে।
সর্বশেষ তৃতীয় নামা‌জে জানাযা বাদ জোহর মরহু‌মের পৈ‌ত্রিক গ্রা‌মের বা‌ড়ি সোনারগাঁ‌য়ের কা‌বিলগঞ্জ ঈদগাহ ময়দা‌নে অনু‌ষ্ঠিত হবার পর পা‌রিবা‌রিক কবরস্থা‌নে তার মরহু‌মের মর‌দেহ দাফন করা হ‌বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close