আইন ও অধিকারআন্তর্জাতিক

গুয়ানতানামো বে কারাগার বন্ধের প্রতিশ্রুতি রাখুন: বাইডেনকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

কিউবায় অবস্থিত যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো বে কারাগার বন্ধের প্রতিশ্রুতি বাস্তবায়নে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

গত নভেম্বরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন কিউবার গুয়ানতানামো বেতে দেশটির নৌ-স্থাপনায় অবস্থিত এ কারাগারটি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাইডেনকে গুয়ানতানামো বে কারাগার বন্ধের বিষয়ে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতির রক্ষার আহ্বান জানিয়েছে।

২০০১ সালে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ অভিযান শুরুর পর কিউবায় গুয়ানতানামো বেতে অবস্থিত দেশটির সামরিক ঘাঁটিতে এই কারাগারটি তৈরি করা হয়।

দুই দশক ধরে চলমান যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’-এর সময়ে যেসকল বিদেশি নাগরিক দেশটির সামরিক বাহিনীর হাতে ধরা পড়তেন তাদেরকে এখানে আটক রাখা হতো।

কিন্তু কারাগারটিতে আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য কঠোর প্রক্রিয়া অবলম্বন করা হয় এমন অভিযোগে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়ে যুক্তরাষ্ট্র সরকার। সমালোচকদের দাবি, যে প্রক্রিয়ায় আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হয় তা বন্দিদের উপর ‘নির্যাতনের শামিল’।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নিরাপত্তা এবং মানবাধিকার প্রোগ্রামের পরিচালক ডাফনে এভিয়াটার বলেন, ‘‘এই আটককেন্দ্র যতদিন চালু থাকবে ততদিনই এটি বিশ্বব্যাপী মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে।’’

জার্মানির অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মাথিয়াস শ্রাইবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘‘যথাযথ প্রক্রিয়ায় আইন প্রয়োগের অভাব এবং সেখানে সংগঠিত মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের দায়মুক্তির কারণে গুয়ানতানামো বে একটি বিপজ্জনকক নজির হয়ে আছে।’’

তিনি বলেন, সেখানে আটক ব্যক্তিরা ‘সুষ্ঠু বিচারের সুযোগ পাচ্ছেন না।’ পাশাপাশি তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ আটককেন্দ্রটি বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের উপর চাপ প্রয়োগের আহ্বান জানান।

সূত্র: ডয়েচে ভেলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close