নারায়ণগঞ্জনির্বাচনী হালচালসিদ্ধিরগঞ্জ

নাসিক ৬নং ওয়ার্ডে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে আবারো ভোট চাই : মতি

নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও সদ্য সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি বলেছেন, এলাকায় কিছু রাস্তার কাজ চলমান আছে, এগুলো দ্রুতই শেষ হয়ে যাবে। এছাড়া এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ২০ জন ঝাড়ুদারের নাম জমা দেওয়া হয়েছে, এটাও পাশ হয়ে যাবে। আপনাদের ভোট, দোয়া ও ভালোবাসায় বিপুল ভোটে জয়লাভ করে এলাকার উন্নয়নে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো, ইনশা-আল্লাহ। যারা আমার ঠেলাগাড়ি মার্কার জন্য কাজ করছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞ। নির্বাচনে জয়লাভ করে আমি আপনাদের সকলের পাশেই থাকবো।

গত বুধবার (৫ জানুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জে ভূইয়াপাড়া বাগপাড়া এলাকায় এক উঠান বৈঠকে আগত নারী ও পুরুষ ভোটারদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, নির্বাচন আসলে আমরা এক প্রতিপক্ষ আরেক প্রতিপক্ষের বিরুদ্ধে কথা বলি, এটা স্বাভাবিক। কিন্তু মা-বোন নিয়ে যদি কেউ কথা বলে, এটা দুঃখ লাগে। আমি কয়েকটা জায়গায় আমার প্রতিপক্ষের মুখে শুনেছি, মা-বোনকে সে ললনা বলে। তার মত অভদ্র লোকের কাছে এ ধরনের ব্যবহার আশা করা যায়না।

দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং মো. আজিজের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, ইয়ার হোসেন ভূঁইয়া, মো. হারুন, মেহেদী হাসান, মো. সাব্বির, মো. ফারুক, সাইজ উদ্দিন মাদবর, শেখ দেলোয়ার, ইয়াকুব আলী, আবুল কাশেম, হাজী বাচ্চু মুন্সী, মামুনুর রশিদ, মানিক মাষ্টার ও আশ্রাফ উদ্দিন প্রমূখ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close