নারায়ণগঞ্জনির্বাচনী হালচালরাজনীতিসিদ্ধিরগঞ্জ

২০২২ নতুন বছর উপলক্ষে সবাইকে কাউন্সিলর প্রার্থী সজুর শুভেচ্ছা

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে (নাসিক) ৭নং ওয়ার্ডের তরুণ কাউন্সিলর পদপ্রার্থী, সাবেক ছাত্রলীগ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী তানজিম কবির সজিব (সজু)র পক্ষ থেকে ইংরেজী নতুন বছর ২০২২ উপলক্ষে ৭নং ওয়ার্ডবাসীসহ সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

শুক্রবার ৩১ ডিসেম্বর রাতে নতুন বছর ২০২২ইং এ উপলক্ষে হাজী তানজিম কবির সজিব (সজু) আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘প্রকৃতির নিয়মেই যেমন নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, তেমনি অতীত-ভবিষ্যতের সন্ধিক্ষণে দাঁড়িয়ে পুরনো স্মৃতি-সম্ভারে হারিয়ে যাওয়ার চিরায়ত স্বভাব কখনো আনন্দ দেয়, আর কখনো বা কৃতকর্মের শিক্ষা নব-উদ্যোমে সুন্দর আগামীর পথচলার জন্য অনুপ্রেরণা যোগায়।

পুরনো সমস্ত গ্লানি মুছে যাক নতুন বছরের আনন্দে। জীবন ভরে উঠক অনেক আনন্দের মুহূর্তে। নতুন বছরের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রার্থনা করি নতুন বছরে সকলের জীবনে অনেক সাফল্য আসুক। এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘয়ূ কামনা করি। হ্যাপি নিউ ইয়ার ২০২২।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close