নারায়ণগঞ্জ

এলজিইডির উন্নয়ণ তুলে ধরতে সমন্বিতভাবে কাজ করতে হবে : প্রধান প্রকৌশলী

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আবদুর রশীদ খান বলেছেন, এলজিইডির উন্নয়ণ তুলে ধরতে সবাইকে এক সাথে সমন্বিতভাবে কাজ করতে হবে। অনেক সময় তথ্যের সরবরাহ না থাকার কারণে সংবাদপত্রে নেগেটিভ, নিউজ আসে। আমি এটাকে পজেটিভ ভাবে দেখি।

কারণ অনেক সময় কিছু কাজ লক্ষ্য করা যায় না, নেগেটিভ সংবাদ পাওয়ার পর বিষয়টা গুরুত্ব দিয়ে উদ্যোগ গ্রহণ করা হয়। তবে কিছু আছে তথ্য অসম্পূর্ণ থাকার কারণে কিছু সময় সংবাদে বিভ্রান্তি সৃষ্টি হয়।

তাই আমাদের সকলকে সমন্বয় করে কাজ করলে আগামিতে এই সমস্যা সমধান হবে। সোমবার (২৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জ এলজিইডির কামরুল ইসলাম সিদ্দিক হলে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি যুক্ত থেকে সভার সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

ভার্চুয়ালি সভায় আরও যুক্ত ছিলেন এলজিইডির বিভিন্ন জেলা কার্যালয়ের কর্মকর্তাসহ সাংবাদিক ও ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দরা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ২০২১-২০২২ অর্থ বছরের  জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার ১.৩ কার্যক্রম অনুযায়ী সু-শাসন প্রতিষ্ঠিার নিমিত্তে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আলী হায়দার খান, সহকারী প্রকৌশলী আল কাশেমী, সহকারী প্রকৌশলী ঝরা ভৌমিক, উচ্চমান সহকারী প্রকৌশল সিরাজুল ইসলাম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close