জাতীয়নারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ

ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকান্ডে নিহতদের জন্য সিদ্ধিরগঞ্জে আনিসুর রহমানের দোয়া

ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ও আহতদের সুস্থতা দীর্ঘায়ু কামনায় সিদ্ধিরগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের আইয়ুবনগর এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মো: আনিসুর রহমানের উদ্যোগে এ দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে লঞ্চে অগ্নিকান্ডে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ও অগ্নিকান্ডে আহতদের সুস্থতা দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। এবং এলাকার পরলোকগত সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পাশাপাশি কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব আনিসুর রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।

মেসার্স ওমরপুর ট্রেডার্সের সত্ত্বাধিকারী ও যুবলীগ নেতা মো: শরীফ হোসেন ইরানের সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মুন্সি, বিশিষ্ট সমাজ সেবক আলী আকবর, নুর মোহাম্মদ (নুরু), রফিকুল ইসলাম (রতন), ঢাকা মহানগর দক্ষিন তাঁতীলীগের সাধারণ সম্পাদক ও আন্ত: জিলা ট্রাক চালক ইউনিয়ন, সাইলো শাখার সম্পাদক তরুণ সমাজসেবক হাজী মিজানুর রহমান দিপু,মোশারফ হোসেন মুসা, আব্দুল গাফ্ফার সেন্টু, রাশেদুল হক, আব্দুল জব্বার বেপারী, কায়সার আহমেদ (আলম চাঁন), সোহেল রানা, কবির হোসেন, রাসেল, আকরাম, আশরাফ, আশরাফুল, শাহজালাল, ইব্রাহীম, শাহআলম, অনিক ও রবিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) গভীর রাতে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধ বা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শতাধিক মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close