নারায়ণগঞ্জরাজনীতি

আইন হাতে তুলে নেয়ার দিকে ঠেলে দিবেন না :রায়ণগঞ্জ নাগরিক কমিটির সিনিয়র সহ-সভাপতি রফিউর রাব্বি

দূর্ঘটনা রোধে ও যানজট নিরসনে চাষাড়ার পুলিশ ফাঁড়ি ও ডাক বাংলো অপসারনের দাবী জানিয়ে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সিনিয়র সহ-সভাপতি রফিউর রাব্বি বলেছেন, পুলিশ সুপার ও জেলা প্রশাসককে বলতে চাই, আমরা আইন হাতে তুলে নেয়া সমর্থন করি না। আপনারা আমাদেরকে আইন হাতে তুলে নেয়ার দিকে ঠেলে দিবেন না। নারায়ণগঞ্জের মানুষের ইতিহাস রয়েছে, দাবী কিভাবে আদায় করতে হয় তা তারা জানে। গুটি কয়েক ব্যাক্তির জন্য লক্ষ লক্ষ মানুষের দূর্ভোগ আমরা কিছুতেই মেনে নেবোনা। জেলা পরিষদের চেয়ারম্যানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার মেয়াদ শেষ। আপনি ডাক বাংলো সড়িয়ে দিতে পারতেন। কিন্তু তা করেন নাই। কেন করেন নাই ? আপনার চারপাশে যে চাটুকার রয়েছে তাদের খুশি করার জন্য। এই চাটুকাররা জেলা পরিষদের জায়গা অবৈধভাবে দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা চাঁদা খাচ্ছে। সেই চাঁদা আদায় টিকিয়ে রাখার জন্য আপনারা এই ডাক বাংলো অপসারন করছেন না।

ডাক বাংলো ও পুলিশ ফাড়ি অপসারনের দাবীতে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি বুধবার (১৫ ডিসেম্বর) সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চাষাড়াস্থ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচী আয়োজন করে। নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সিনিয়র সহ-সভাপতি রফিউর রাব্বির সভাপতিত্বে এ অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন নিহত আলতাফ হোসেনের স্ত্রী এডভোকেট আয়েশা সিদ্দিকা, জেলা খেলাঘরের সভাপতি রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, আমরা নারায়ণগঞ্জবাসির সাধারন সম্পাদক নাসির উদ্দিন মন্টু, মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, জেলা ন্যাপ এর সাধারন সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়।

চাষাড়া মোড়ের পুলিশ ফাড়ি ও জেলা পরিষদের ডাক বাংলোর জন্য এ স্থানে ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক সরু হয়ে রয়েছে। ফলে এ পয়েন্টে প্রচন্ড যানজট সৃষ্টি হয়। যার প্রভাব অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়। এছাড়া এ পয়েন্টে প্রায়ই দূর্ঘটনা ঘটে। গত ১০ ডিসেম্বর চাষাড়ার পুলিশ ফাড়ির সামনে ট্রাক চাপায় রিকশা যাত্রী বাবা আলতাফ হোসেন ও তার কিশোরী মেয়ে বেলী নিহত হয়। এরপর থেকে এ পয়েন্ট থেকে পুলিশ ফাড়ি ও ডাক বাংলো সড়ানোর দাবী প্রবল হয়ে উঠেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close