জাতীয়নারায়ণগঞ্জরাজনীতিরুপগঞ্জ

‘প্রধানমন্ত্রী জেগে আছেন বলে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি’-বস্ত্র ও পাটমন্ত্রী গাজী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন পূরণেই পথেই বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের জন্মশতবা‌র্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপল‌ক্ষে মঙ্গলবার (১৪ ডি‌সেম্বর) দুপু‌রে রূপগঞ্জ উপ‌জেলার মুড়াপাড়া সরকারি ক‌লে‌জের বীরপ্রতীক গাজী অডিটো‌রিয়া‌মে অনু‌ষ্ঠিত আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণ করে বস্ত্র ও পাটমন্ত্রী ব‌লেন, বাংলাদেশকে নিয়ে বঙ্গবন্ধুর অনেক স্বপ্ন ছিল। বঙ্গবন্ধু মানুষকে স্বপ্ন দেখাতে পেরেছিলেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে জাতিকে কাজ করতে শিখিয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশ আত্মনির্ভরশীল হবে। মানুষ দুই বেলা খাবার পাবে। মাথার ওপর চাল থাকবে। শিক্ষিত হবে। সমাজে থাকবে সংহতি। তার কিছু কিছু বাস্তবায়ন স্বাধীনতার পর থেকেই শুরু করেন বঙ্গবন্ধু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close