নারায়ণগঞ্জরুপগঞ্জ

রূপগঞ্জে হতদ‌রিদ্র ৬ শতা‌ধিক শীতার্ত‌দের মা‌ঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ

রূপগ‌ঞ্জে হতদ‌রিদ্র ৬ শতা‌ধিক শীতার্ত‌দের মা‌ঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আনছার আলী।

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় শুক্রবার সকা‌লে উপজেলার বাগ‌বের, কেয়া‌রিয়া ও টিনর এলাকায় এ শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরন করা হয়।

এ সময়, রূপগঞ্জ ইউ‌নিয়ন যুবলী‌গের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, আওয়ামীলীগ নেতা ম‌নির হো‌সেন, ম‌নিরুজ্জামান বাদশা ও মুরাদ হাসান, রূপগঞ্জ ইউ‌নিয়ন যুবম‌হিলালী‌গের সভাপ‌তি জিন্নাত জাহান জিসান সহ স্থানীয় গন্যমান্য ব্য‌ক্তিরা উপ‌স্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close