জাতীয়নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে শনিবার থেকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

নারায়ণগঞ্জে আগামী শনিবার থেকে ৪ দিনব্যাপী শুরু হতে যাচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও ৫ উপজেলায় ৪ লাখ ৬৩ হাজার ৯৩১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্র ধরা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে পৃথক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানানো হয়। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চার দিনব্যাপী জেলার পাঁচটি উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হবে।

এ সময়ে ১ হাজার ৫৬টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সের ৩৮ হাজার ৭০০ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লাখ ৯৩ হাজার ৯৬৫ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

প্রতিটি কেন্দ্রে ২ জন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী শিক্ষক ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে এ ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলী বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে ৩৪০টি কেন্দ্রে আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ৭২৮ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯ হাজার ৫৩৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close