সভায় প্রধান অতিথির বক্তব্যে জাপার চেয়ারম্যান জি এম কাদের প্রশ্ন তোলেন, বিশ্ববাজারে তেলের দাম কমলেও এখন তেলের দাম কমানো হচ্ছে না কেন? তিনি বলেন, বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে এ অজুহাতে দাম বাড়ানো হয়েছে। এখন তো তেলের দাম কমেছে, তাহলে তেলের দাম কমানো হচ্ছে না কেন?
জি এম কাদের বলেন, এর আগে তেলের দাম বিশ্ববাজারে খুবই কম ছিল, তখনো তেলের দাম কমানো হয়নি। প্রয়োজন ছাড়াই তেলের দাম বাড়ানোয় মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। কোনো ঘোষণা ছাড়াই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। ফলে সাধারণ মানুষ নিজের অজান্তেই বিদ্যুতের অতিরিক্ত বিল দিচ্ছে।
বর্তমানে বাজার নিয়ন্ত্রণহীন। কৃষক যে পণ্য ৫ টাকা কেজিতে বিক্রি করেন, তা হাত ঘুরে রাজধানীতে ৭০ থেকে ৮০ টাকা কেজি বিক্রি হয়। কৃষক পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না। করোনায় অপরিকল্পিত লকডাউনের কারণে মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেছে। বেকারত্বের সংখ্যা আরও বেড়েছে। তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা নেই।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেনের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া, মীর আবদুস সবুর, সাইফুদ্দিন আহমেদ, রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার, লিয়াকত হোসেন, জহিরুল ইসলাম প্রমুখ।