নারায়ণগঞ্জসোনারগাঁও

সোনারগাঁয়ে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১

সোনারগাঁয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গ্রেপ্তারকৃতরা হলো- জামাল হোসেন (৩২) ও নজরুল ইসলাম (৩৮)। শুক্রবার (৩ ডিসেম্বর) মেঘনা ব্রীজ এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

র‌্যাব জানায়, কুমিল্লা হতে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে একটি মোটরসাইকেল করে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা নিয়ে আসছে। এমন সংবাদে সোনারগাঁয়ের মেঘনা ব্রীজ এর কাছাকাছি রতনদি এলাকায় ইউসান গার্মেন্টস এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করা হয়।

চেকপোষ্ট করাকালীন একটি মটরসাইকেল দ্রুত গতিতে আসতে দেখে মটরসাইকেলটিকে থামানোর জন্য সংকেত দিলে মটরসাইকেলটি গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে এবং র‌্যাবের চৌকস দলের সহায়তায় ২ জনকে আটক করা হয়।

পালানোর কারণ জিজ্ঞেসা করলে সন্তোষজনক উত্তর দিতে না পারায় সন্দেহ পূর্বক তাদেরকে তল্লাশী করা হয় এবং গাঁজা ৫ কেজি পাওয়া যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close