জাতীয়নারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদনান টাওয়ারের চতুর্থ তলার মেস কক্ষে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরো একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হলেন মো. পারভেজ (২৮) ।

এর আগে একই ঘটনায় মো. মামুন (২৭) নামের আরো একজনের মৃত্যু হয়। তার শরীরও ১০০ শতাংশ দগ্ধ ছিল। এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো দুইজনে ।

এছাড়াও জীবন (২০) নামের আরো আরো একজন শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে। তার শরীর ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে দগ্ধ হয়ে ৩ পোশাক শ্রমিক বার্নে এসেছে।

তাদের মধ্যে পারভেজ (২৮) নামের একজনের শেখ হাসিনা জাতীয় বার্ন এর নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) গত রাত শনিবার (২৭ নভেম্বর) সাড়ে দশটার দিকে মৃত্যু হয়। তার শরীর ১০০ শতাংশ দগ্ধ ছিল।

এছাড়াও জীবন (২০) নামের আরো আরো একজন শেখ হাসিনা জাতীয় বার্নে ভর্তি রয়েছে। তার শরীর ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইপিজেড এর উল্টো পাশে একটি সাততলা ভবনের আদনান টাওয়ারের চতুর্থ তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ সময় অনন্ত অ্যাপারেল গার্মেন্টের পোশাক শ্রমিক, জীবন ও পারভেজ দগ্ধ হয়। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close