জাতীয়ঢাকানারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ

এবার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হলেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান পিপিএম বার।

সোমবার (২২ নভেম্বর) সকালে দিকে ঢাকা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অক্টোবর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ ওসি হিসেবে মশিউর রহমানের হাতে সম্মননা স্মারক তুলে দেন ঢাকা রেঞ্জের মহা-পরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান। বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম(বার)’র সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি (অপরাধ), জিহাদুল কবির, বিপিএম,পিপিএম, এ্যাডিশনাল ডিআইজি (অপারেশন এন্ড ইন্টেলিজেন্স) নূরে আলম মিনা, বিপিএম, পিপিএম,সহ রেঞ্জের উর্ধতন কর্মকর্তাগণ। এ সভায় ঢাকা রেঞ্জের অন্যান্য জেলার পুলিশ সুপার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বিষয় ভিত্তিক অফিসারদের পুরস্কৃত করা হয়েছে। এর আগে ১৫ নভেম্বর ওসি মশিউর রহমান নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হোন।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় যোগদানের পর মামলার তদন্তে সাফল্য, ক্লুলেস মামলায় রহস্য উন্মোচন, আইন শৃঙ্খলা রক্ষায় স্থানীয় নিরাপদ পরিবেশ তুলনামূলক শান্ত পরিবেশ বজায় রাখা, মাদক ও সন্ত্রাস দমনে অবস্থান নেয়াসহ বিভিন্ন দক্ষতায় এবার ঢাকা বিভাগীয় জেলার সকল থানার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হলেন সিদ্ধিরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান । এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান পিপিএম বার বলেন, ঢাকা রেঞ্জ আমাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি দিয়েছেন তাতে ধন্য হয়েছি,কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে দায়িত্ববোধ আরো বাড়লো। দায়িত্বরত এলাকা সিদ্ধিরগঞ্জ থানার নাগরিকদের প্রকৃতসেবা দিতে পারলে নিজেকে ধন্য মনে করবো। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে নির্বাচন করেছেন। বিশেষ করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়, ঢাকা রেঞ্জের সুযোগ্য ডিআইজি মহোদয়,সর্বোপরি বাংলাদেশ পুলিশের মাননীয় আইজি মহোদয়দের কাছে চির কৃতজ্ঞ।

এদিকে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার এমন স্বীকৃতিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন বার্তা ছড়িয়ে পড়েছে। ওসি মশিউর বলেন, সাধারণ মানুষের জন্য আমার থানা সবসময় উন্মুক্ত। আমি চেষ্টা করে যাচ্ছি সবসময় মানুষকে সেবা দিয়ে যেতে। এছাড়া থানা এলাকার অপরাধ নির্মুলে সকলের সহযোগিতা কামনা করছি। উল্লেখ্য, মশিউর রহমান ওসি হিসেবে গত বছরের ২০ নভেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় যোগদান করেন। যোগদানের পর থেকে মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, জুয়া বন্ধ ও জুয়াড়ি গ্রেপ্তার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, কমিউনিটি পুলিশিং কার্যক্রমসহ নানা ধরণের জনসেবামূলক কাজ করে প্রশংসিত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close