নারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ

৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির সাথে লিড প্রজেক্টের প্রতিনিধিদের সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতির সাথে ব্রিটিশ কাউন্সিলের লিড প্রজেক্টের আওতাধীন দুটি ইউনিট ” একরুপতা ” এবং ” তথ্যকুঞ্জ “- এর প্রতিনিধিরা আজ সাক্ষাৎ করেন।

একরুপতা এবং তথ্যকুঞ্জের দুটি প্রতিনিধি দল আজ সকাল ১২ টায় ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতির কাউন্সিলর অফিসে পৌঁছেন এবং লিড প্রজেক্টের কর্মপদ্ধতি বর্ণনা এবং ইউনিট দুটোর ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। একটি সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা শেষে ৬ নং ওয়ার্ড কাউন্সিলর এবং প্যানেল মেয়র আলহাজ্ব মতিউর রহমান মতি লিড প্রজেক্টের দুটো ইউনিটেরই কাজের প্রশংসা করেন এবং সাধ্যমতো সবরকমের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

এ সময় দুটো ইউনিটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইয়ূথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জের জেলা সমন্বয়ক বাশুরি ইসলাম মাহি, ইয়ূথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জারিফ অনন্ত, আরও উপস্থিত ছিলেন শরীয়তউল্লাহ শাওন, নাসরিন আক্তার নিতু, নাসরিন আক্তার নিশাত, ইফফাত জাহান, ইসমাত জাহান, ইশরাত জাহান ইকরা, আজমান হোসেন, বিজয়া ইসলাম প্রমুখ। উল্লেখ্য, গত জুলাইতে নারায়ণগঞ্জে ব্রিটিশ কাউন্সিলের লিড প্রজেক্টের আওতায় ট্রেনিং প্রদান করা হয়।

করোনা পরিস্থিতি বিবেচনা করে সেই সময় ট্রেনিংটি অনলাইনে আয়োজন করা হয়েছিল। ট্রেনিংয়ে অংশগ্রহণকারী নারায়ণগঞ্জের তরুণদের দুটো ইউনিটে ভাগ করে সামাজিক কার্যক্রমের প্রকল্প প্রদান করা হয়। জন্ম নিবন্ধন নিয়ে কাজ শুরু করে টিম ” একরুপতা ” এবং তথ্য অধিকার নিয়ে কাজ শুরু করে টিম ” তথ্যকুঞ্জ “।

বর্তমানে লিড প্রজেক্টের দুটো ইউনিটই সাফল্যের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close