নারায়ণগঞ্জরাজনীতিসিদ্ধিরগঞ্জ

যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্যানেল মেয়র মতিউর রহমান মতির শুভেচ্ছা

 

সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সকল নেতা-কর্মীকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২, নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর,সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সংগ্রামী সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মতিউর রহমান মতি।যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। প্রতিষ্ঠা লগ্ন থেকেই দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। মতিউর রহমান মতি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ পুনর্গঠনসহ ইতিহাস অর্পিত সকল দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করে আসছে যুবলীগ। বিএনপি-জামাত জোট সরকারের ৫ বছরের অপরাজনীতি, দুঃশাসন, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে রাজপথের লড়াই আন্দোলন এবং ১/১১ পরবর্তী অসাংবিধানিক সরকার কর্তৃক শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস এবং দেশকে বিরাজনীতিকরণের ষড়যন্ত্র মোকাবেলায় সকল অত্যাচার নির্যাতনকে উপেক্ষা করে সাহসিকতাপূর্ণ ভুমিকা পালন করেছে যুবলীগ। এই দীর্ঘ লড়াই-সংগ্রামে প্রাণ দিয়েছেন যুবলীগের অসংখ্য নেতা কর্মী।তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আমাদের সকলের সোনালী ভবিষ্যৎ। তাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও গণতন্ত্রের অভিযাত্রায় অতীতের গৌরবময় ভুমিকার মতই দায়িত্বশীল ভুমিকা পালনে যুবলীগ প্রতিশ্রুতিবদ্ধ। যুবলীগের ঐতিহ্য ও গৌরবের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এবং আধুনিক নারায়ণগঞ্জের প্রান পুরুষ আলহাজ একেএম শামীম ওসমানের ডাকে যুবলীগের প্রতিটি নেতাকর্মী অতীতের ন্যায় আজ এবং ভবিষ্যতেও আছে এবং থাকবে। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতিউর রহমান মতি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা জানান এবং যুবলীগের পতাকা দলে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close