নারায়ণগঞ্জফতুল্লা
ফতুল্লার কুতুবপুরে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার
ফতুল্লার কুতুবপুরে ৪০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লার কুতুবপুর এলাকার গাজী বাড়ীর মৃত কাদের মিস্ত্রির পুত্র মো. আলম হোসেন (৪০) ও একই থানার পশ্চিম লামাপাড়াস্থ ধানের বাড়ীর মোঃ কাশেমের পুত্র মো. হানিফ (২৯)।
রোববার (৭ নভেম্বর) দুপুরে তাদের কে ফতুল্লার কুতুবপুর লামাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ৪০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে ফতুল্লার কুতবপুর লামাপাড়া গাজী বাড়ীর গ্রেফতারকৃত হানিফের ঘরে অভিযান চালিয়ে ৪০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় গ্রেফতার করা হয় মাদক বিক্রেতা হানিফ ও আলম হোসেন কে। এ ঘটনায় মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।