নারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ
কাউন্সিলর আলার মৃত্যুতে শোক প্রকাশ বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল হামিদ পরিবারের
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের কাউন্সিলর, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আলী হোসেন আলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল হামিদ পরিবারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এমদাদুল হক জসীম হুজুর ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো: জহিরুল হক জহির । এক শোক বার্তায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে কাউন্সিলর আলার আত্মার মাগফেরাত কামনা করা হয়। সেইসাথে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে ২৩ অক্টোবর ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় কাউন্সিলর আলাকে। শুরুতে আইসিউতে রাখা হলেও পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর রাতে তিনি মারা যান।