জাতীয়নারায়ণগঞ্জ

গ্রেড-১ পদে পদোন্নতি প্রাপ্ত ডিএমপি কমিশনার ও র‌্যাব মহাপরিচালককে আশরাফ উদ্দিনের অভিনন্দন

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। গ্রেড-১ পদে পদোন্নতি প্রাপ্তি ডিএমপি কমিশনার ও র‌্যাব মহাপরিচালককে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক ও দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার প্রকাশক আশরাফ উদ্দিন। গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সঠিক ও সফলভাবে নেতৃত্ব দেওয়ায় ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে আমি মনে করি।

ডিএমপি কমিশনার স্যার বিগত দুই বছর কমিশনার হিসেবে অত্যন্ত সফলভাবে পুলিশের সর্ববৃহৎ ইউনিট ডিএমপিকে নেতৃত্ব দিচ্ছেন। করোনাকালীন মহামারীর সময় যে মানবিক বিপর্যয় ঘটে এসময় তাঁর নেতৃত্বে টিম ডিএমপি ঢাকা নগরবাসীর পাশে মানবিক সেবার কান্ডারী হিসেবে দাঁড়ায়। তাঁর পেশাদারিত্ব, সৎ ও কর্তব্য নিষ্ঠার কারণে মাননীয় প্রধানমন্ত্রী তাঁকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়েছেন। এ জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি তাঁর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করছি। অন্যদিকে র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আশরাফ বলেন র‌্যাবের মহাপরিচালক হিসাবে যোগদানের পরে তিনি অত্যন্ত দক্ষতার সহিত তার দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি সিআইডি প্রধান হিসাবে সফলভাবে দায়িত্ব পালন করেন। মহামারী করোনায় তিনি ও তাঁর বাহিনী মানবিক সেবার হাত বাড়িয়ে দিয়েছে দেশের প্রতিটি মানুষের প্রতি।

উল্লেখ্য, ১৩ সেপ্টেম্বর, ২০১৯ তারিখ ঢাকা মেট্রোপলিটন পুলিশর ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করে অত্যন্ত দক্ষতা ও যোগ্য নেতৃত্বের মাধ্যম্যে পুলিশের এ বৃহত্তম ইউনিটকে পরিচালনা করছেন মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করে জনমুখী পুলিশি সেবার অনন্য উদ্যোগের মধ্য দিয়ে গত ১৩ সেপ্টেম্বর ২০২১ দুই বছর পূর্ণ করেন। চাকরি জীবনে তিনি- পুলিশ সুপার হিসেবে নারায়ণগঞ্জ জেলা, পটুয়াখালী জেলা, সুনামগঞ্জ জেলা, কুমিল্লা জেলায় দায়িত্ব পালন করেন।

এছাড়াও পুলিশ কমিশনার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ, ডিআইজি ঢাকা রেঞ্জ, এন্টি টেররিজমের প্রধান (অ্যাডিশনাল আইজিপি), অ্যাডিশনাল আইজিপি (এইচআরএম) পুলিশ হেডকোয়ার্টার্স ও অ্যাডিশনাল আইজিপি সিআইডি হিসেবে দক্ষতা ও সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তাঁর পেশাদারিত্ব ও দক্ষতার জন্য তিনি একাধিকবার বিপিএম পদকে ভূষিত হন। চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে ২০২০ সালের ৮ এপ্রিল র‌্যাবের মহাপরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়। এরপর ১৫ এপ্রিল থেকে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন। চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বিসিএস ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা হিসাবে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে ১৯৮৯ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন। চৌধুরী আবদুল্লাহ আল-মামুন তার দীর্ঘ চাকরিজীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন। তিনি অতিরিক্ত ডিআইজি হিসাবে ঢাকা রেঞ্জে ও ডিআইজি হিসাবে ডিআইজি (অপারেশনস্), ডিআইজি (প্রশাসন), রেঞ্জ ডিআইজি হিসাবে ময়মনসিংহ রেঞ্জ ও ঢাকা রেঞ্জের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত ছিলেন। পদোন্নতিপ্রাপ্ত হয়ে তিনি অ্যাডিশনাল আইজিপির (এইচআরএম) দায়িত্বপ্রাপ্ত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close