নারায়ণগঞ্জ

অর্ধশত শিশুকে বিনামূল্যে সুন্নতে খাৎনা আয়োজন করেছে লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্স

অক্টোবর সেবা মাস উদযাপনে লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের উদ্যোগে শহরের শেখ রাসেল নগর পার্ক সংলগ্ন দেওভোগ পাক্কা রোড এলাকায় দিনব্যাপি সেবামূলক কর্মসূচী পালন করা হয়েছে। এসময় অর্ধশত শিশুকে বিনামূল্যে সুন্নতে খাৎনা করানো হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচীর মধ্যে ছিল, বিনামূল্যে চিকিৎসা সেবা, সুন্নতে খাৎনা, ডায়াবিটিকস পরীক্ষা, খাবার বিতরণ, গাছের চাড়া বিতরণ, করোনা রোধে সচেতনতামূলক প্রচারণা, লিফলেট ও মাস্ক বিতরণ। সকালে প্রথমে নারায়ণগঞ্জ ব্যাচের সকল লায়ন্স ক্লাবগুলোর অংশ গ্রহনে শহরের চাষাঢ়া শহীদ মিনার থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিটিতে অংশ নেয় লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্স।

পরে র‌্যালিটি শহরের বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিন করে শেখ রাসেল নগর পার্কে গিয়ে সমাবেশ করে শেষ হয়। এসময় লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক গভর্নর ও অন্যান্য নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন।

লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের দিনব্যাপি সেবামূলক কার্যক্রম পরিদর্শন করেন ডিসট্রিক গভর্ণর লায়ন জালাল আহমেদ (এমজেএফ), সদ্য প্রক্তন সাবেক ডিসট্রিক গভর্ণর লায়ন কামরুন নাহার (পিএমজেএফ), প্রথম ভাইস ডিসট্রিক গভর্ণর লায়ন ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব, দ্বিতীয় ভাইস ডিসট্রিক গভর্ণর লায়ন ডাঃ মোঃ বশির উল্লাহ ( পিএমজেএফ), ডিসট্রিক কেবিনেট সেক্রেটারী লায়ন মহসিন ইমাম চৌধুরী (পিএমজেএফ), ডিসট্রিক কেবিনেট ট্রেজেরার লায়ন ফারুক রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close