ষ্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী নারায়ণগঞ্জ যুবদলের সফল সভাপতি শহিদুল ইসলাম টিটুর হস্তক্ষেপে ফতুল্লা ইউনিয়ন ৩১ বিশিষ্ট আহব্বায়ক কমিটির সদস্য পদ দেন মো পারভেজ হোসেনকে।
গত পহেলা অক্টোবর রোজ শুক্রবার জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটুর সমন্বয়ে ফতুল্লা ইউনিয়ন যুব দলের কমিটি গঠন হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ হল যুবদল । এখানে মাঠ পর্যায়ে কর্মী ছাড়া কারো স্থান নেই ।বিপদে যিনি পাশে থাকবেন তিনই দক্ষ নাবিক । বর্তমান স্বৈরাচারী সরকারের জুলুম থেকে নিজেকে রক্ষা করে দেশের মানুষকে রক্ষা করার দ্বায়িত্ব এখন আপনাদের । এ সরকারের পায়ের নিচে মাটি নেই তাই আবল তাবল বলছে , প্রশাসন ছাড়া এক ঘন্টার জন্যে মাঠে আসুন দেখুন যুবদল কি পারে । সর্বপরি বলবো ঐক্যবদ্ধ হয়ে অপশক্তির কালো ভেঙে দিবো ইনশাআল্লাহ । জেল জুলুমের সকল হিসাব হবে , শুধু সময়ের অপেক্ষা এসব কথা বললেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু । তিনি আরো বলেন বর্তমান কমিটিতে থাকা অগ্নি পরিক্ষার মতো , তাই বাছাই করে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও থানা কমিটি হচ্ছে । ঘরে বসে রাজনৈতি করার সময় নেই। পারভেজ খুব পরিশ্রমী ও বিচক্ষণ তার জন্য শুভ কামনা রইলো।