সোনারগাঁও

সোনারগাঁয়ে আবাদি জমি কাটার প্রতিবাদে মানববন্ধন

এসময় ভুক্তভোগী এলাকাবাসী বলেন, জামপুর ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে ড্রেজিংয়ে নাম করে মাটি কাটা হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলন করায় ওই এলাকায় প্রায় অর্ধশতাধিক কৃষকের ফসলের জমি ভেঙে চলে যাচ্ছে নদে। তাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষন ও এবিষয়ে যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন এটাই আমরা চাই।

সোনারগাঁ উপজেলার নোয়াঁগাও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নোয়াঁগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুক্তিযোদ্ধা দেওয়ান উদ্দিন চুন্নু এর উদ্যােগে জামপুর ও নোয়াগাঁও ইউনিয়নে নদী খনন প্রকল্প নামে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উওােলন ও আবাদী জমি কাটার ফলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করেন। ২৬ সেপ্টেম্বর রবিবার বিকেলে লাধুরচর গোবিন্দপুর এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় দেওয়ান উদ্দিন চুন্নু তার বক্তব্যে বলেন, ব্রক্ষপুএ নদী থেকে দীর্ঘদিন যাবৎ একটি সেন্ডিকেট মহল অবৈধ ভাবে বালু উওােলন করে আসছে যার ফলে জামপুর ও নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর, লাধুরচর, চড়পাড়া, মহজমপুর, মকিমপুর, বশিরগাঁও মিরেরবাগ ঝালকান্দিসহ ২০ টি এলাকা ভাঙ্গণের মুখে পড়েছে।ইতিমধ্যে কয়েকটি জায়গায় আবাদী ফসল ও কৃষিজমি ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। এছাড়া লাধুরচর এলাকায় নদীর যে এলাকা খেকে বালু উত্তোলন করা হয়েছে সেখানে সনাতন ধর্মাবল্বীদের একটি পুরোনো শ্নশানটি রয়েছে। ফলে অবৈধ বালু উওােলনের কারণে যে কোনো শ্নশানটি সময় ভেঙে যাওয়ার আশঙ্কা করছে স্থানীয় সনাতন ধর্ম্বাবল্বীরা।  মানববন্ধনে অংশ গ্রহনকারীরা অতিদ্রুত এলাকার সাধারণ জনগণের কথা চিন্তা করে বালু উওােলন করা বন্ধ করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা দেওয়ান উদ্দিন চুন্নু, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ ওয়াহিদ ভূঁইয়া, ইউপি সদস্য মোঃ আনোয়ার, ইউপি সদস্য সেলিম মিয়া, হাজী নুর রশিদ, মোাঃ খোরশেদ আলম সহ অন্যান গণ্যমান ব্যক্তিবর্গ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close