জেলা/উপজেলাসারাদেশ

 কিশোরগঞ্জে তরুণ আলেম প্রজন্মের তরবিয়ত ও শবগুজারী অনুষ্ঠিত।

১৮ সেপ্টেম্বর কিশোরগঞ্জে তরুণ আলেম প্রজন্মের ব্যবস্থাপনায় তরবিয়ত প্রোগ্রাম ও শবগুজারী অনুষ্ঠিত হয়েছে।

Open photo
বজ্রধ্বনি:  জেলা শহরের চরশোলাকিয়ায় মাদরাসায়ে নুরিয়া বাগে জান্নাত মসজিদে শনিবার বাদ আসর থেকে শুরু হয়ে রোববার বাদ ফজর আখেরি নসিহত ও দোয়ার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘটে।
তরুণ আলেম প্রজন্ম কিশোরগঞ্জের দায়িত্বশীল হাফেয মাওলানা আকরাম খন্দকার, হাফেয মাওলানা আবদুল কাইয়ূম ও মাওলানা ইলিয়াছ কাসেমীর যৌথ পরিচালনায় এ তরবিয়তি প্রোগ্রামে আলোচনা ছাড়াও পবিত্র কুরআন তেলাওয়াত, সুন্নাতের মুযাকারা, জিকির, মোরাকাবা, তাহাজ্জুদ আদায়, সূরা ইয়াসিনের আমল, রাতের খাবার ও বিশ্রাম কর্মসূচির মধ্যে অন্তর্ভূক্ত ছিল।
পাকিস্তানের হযরত হাকিম আখতার শাহ্ (রহ.) এর খলিফা মাওলানা শাহ মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে অনুষ্ঠিত তরবিয়তি প্রোগ্রামে আলোচনা পেশ করেন মালয়েশিয়ার শায়েখ যুলফিকার আহমাদ নকশবন্দির খলিফা ও মাজাজ, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, রাষ্ট্র চিন্তক, সাংবাদিক, সাহিত্যক ও কলামিস্ট আল্লামা উবায়দুর রহমান খান নদভী, মুফাসসিরে কুরআন আল্লমা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা আব্দুর রাজ্জাক নদভী, মাওলানা সিরাজুল হুদা প্রমুখ।
Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close