Uncategorized
যুব সংহতি বন্দর থানা কমিটির উদ্যাগে মহানগর কমিটিকে ফুলেল শুভেচ্ছা
যুব সংহতি বন্দর থানা কমিটির উদ্যাগে মহানগর কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও আলোচনা সভা হয়েছে ।
ষ্টাফ রিপোর্টারঃ গতকাল ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার নারায়ণগঞ্জ যুব সংহতি মহানগর পার্টি অফিসে বন্দর থানা কমিটির পক্ষ থেকে মহানগর কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় । এসময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ যুব সংহতি মহানগর আহব্বায়ক হাজী মোহাম্মদ রোমান, সদস্য সচিব মাহামুদুল হাসান জনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান লিয়ন,যুগ্ম আহব্বায়ক সিরাজুল ইসলাম বাপ্পি, কাজী ইসমাইল সহ মহানগর নেতৃবৃন্দ।
মহানগর আহব্বায়ক হাজী মোহাম্মদ রোমান বলেন জাতীয় যুব সংহতি ,নারায়ণগঞ্জ মহানগর হবে নারায়ণগঞ্জ জেলার মডেল । সেই লক্ষ্যে আমরা কাজ করছি । আমি নেতা কর্মীদের উদ্দেশ্য বলতে চাই আপনারা সবাই সু সংগঠিত ও ঐক্যবদ্ধ হয়ে থাকবেন ,ইনশাআল্লাহ আমরাই জয়ী হবো নিশ্চিত। বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আলহাজ্ব নাসিম ওসমান ছিলেন আমাদের আদর্শ ও প্রেরনা ।মহান আল্লাহ আমাদের নেতাকে জান্নাতুল ফেরদৌস দান করুন ।বর্তমানে আম্মাজান পারভীন ওসমান আমাদের কান্ডারী । তার হাতকে শক্তিশালী করতে সর্বোচ্চ সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ ।
বন্দর থানা কমিটির আহব্বায়ক মো ফারুক হোসেনের উদ্যােগে সদস্য সচিব মো কামরুজ্জামান রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন থানা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামছাদুল ইসলাম দিবস যুগ্ম আহ্বায়ক মো রাজিব হোসেন, যুগ্ম আহ্বায়ক মো সেলিম ভূইয়া, মো আরিফ হোসেন, উজ্জ্বল হোসেন, জসিম, জনি রানা, আরিফ প্রধান,ওসমান শেখ, মো সেন্টু, মো গোলাম রানা কমিটির সদস্যরা উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা জানান।