জেলা/উপজেলানারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ
প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর মনোয়ারা বেগম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নির্দেশনা মোতাবেক সিদ্ধিরগঞ্জে সুবিধাবঞ্চিত ও অবহেলিত অসহায় কোমলমতি শিশু পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া শিশু খাদ্য সামগ্রী বিতরণ করলেন নাসিকের ৪,৫ ও
৬নং ওয়ার্ডের সংরক্ষিত জনপ্রিয় কাউন্সিলর মনোয়ারা বেগম।বৃহস্পতিবার (১০জুন) সকালে নাসিকের ৬নং ওয়ার্ডের গোদনাইল বার্মাইষ্টার্ন এলাকাসহ ৪ ও ৫ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার ৬০টি অসহায় গরীব ও সুবিধা বঞ্চিত শিশু পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, ২ কেজি পোলাও চাল, ২ কেজি সুজি, ১ লিটার জুস, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মসুর ডাল ও ৫ প্যাকেট বিস্কুট।
এসময় কাউন্সিলর মনোয়ারা বেগম সকলের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া কামনা করেন।