আন্তর্জাতিকসারাদেশ

মহাজগতের বিরল ঘটনা ঘটবে আজ

বজ্রধ্বনি রিপোর্ট:দুই বছর পর আজ বুধবার (২৬ মে) এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছেন বিশ্ববাসী। এদিন চন্দ্রগ্রহণের সঙ্গে সঙ্গেই রাতের আকাশে দেখা যাবে ‘সুপার ব্লাড মুন’। অন্য পাঁচটা দিনের চেয়ে চাঁদকে আজ বেশ বড়ই লাগবে ।সঙ্গে কালচে লাল একটা আভা থাকবে। এর আগে ২০১৯ সালের ২১ জানুয়ারি চন্দ্রগ্রহণ হয়েছিল। চাঁদ কালচে লাল হওয়ার কারণে জ্যোতির্বিদরা সেটিকে ‘ব্লাড মুন’ বলে থাকেন। আর চাঁদ পৃথিবীর কাছে এসে পড়ার জন্য চাঁদকে বড় লাগলে তাকে বলা হয় ‘সুপার মুন’। একই সঙ্গে দুইয়ের সমাহার হওয়ায় জ্যোতির্বিদ্যার ভাষায় বলা হচ্ছে ‘সুপার ব্লাড মুন’।আকাশ পরিষ্কার থাকলে সন্ধ্যাতেই এই দশকের চাঁদের প্রথম পূর্ণগ্রাস গ্রহণ দেখার সুযোগ মিলবে। বাংলাদেশ থেকেও যা দেখা যাবে। তবে একই দিন ঘূর্ণিঝড় ‘ইয়াস’ বাংলাদেশ উপকূল অতিক্রম করার কথা। তাই আকাশ কতটা পরিষ্কার থাকে তা নিয়ে রয়েছে সংশয়।দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিকেল ৫টার পর পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে।শেষ হবে সন্ধ্যা ৭টার পরে। ভারতের কর্মকর্তারা জানিয়েছেন,আলাদা করে দেখলে ঘটনাগুলোর অভিনবত্ব তেমন নেই। তবে একসঙ্গে এতো কিছু একই দিনে, এমনটা সত্যিই বিরল। এদিন সন্ধ্যায় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব তিন লাখ ৮৪ হাজার ৪০০ কিলোমিটারের বদলে তিন লাখ ৫৭ হাজার ৩০৯ কিলোমিটার হবে। চাঁদ ২৭ হাজার কিলোমিটার এগিয়ে আসার ফলে অনেকটাই বড় দেখাবে। একই সঙ্গে ওই সময় চাঁদের আলোর লাল অংশের বিচ্যুতি এমন হবে, যার জন্য পৃথিবী থেকে চাঁদকে কালচে লাল রঙের দেখাবে।এখন শুধু বিরল মহাজাগতিক এই ঘটনার সাক্ষী হওয়ার পালা।
সূত্র:গার্ডিয়ান,এনডিটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close